এই জোকগুলো না বুঝলে আপনি এখনও 'দুষ্টু' হতে পারেননি

৮৯২০ পঠিত ... ১৭:৪৪, জুন ২১, ২০২৩

Dustu-jokes

 

১#

ছেলের জড়তা কাটাতে মা ছেলেকে বললেন, ‘যাও তো বাবু, তোমার নতুন গভর্নেসকে একটা চুমু দিয়ে আসো।’

ছেলে: হ্যাঁ, তারপর বাবার মতো একটা চড় খাই আরকি!

 

২#

বাড়ির যুবতী কাজের মেয়ের কাছে দুঃখের কথা বলছেন বাড়ির গিন্নি…

গিন্নি: দুঃখের কথা কী আর বলব তোকে! আমার স্বামী তার অফিসের মহিলা সেক্রেটারির প্রেমে মজেছে।

কাজের মেয়ে: কী বললেন! আপনার কথা সত্যি হলে আমিও তাকে ছাড়ব না কিন্তু!

 

৩#

 সুন্দরী এক মহিলা থানায় গিয়ে অভিযোগ করল, ‘ওসি সাহেব, আমার স্বামী বাজারে গিয়ে আর ফিরে আসেনি।’

ওসি: আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি বাজার নিয়ে আসছি।

 

৪#

জামিল বাড়ি ফিরে এসে দেখে তার স্ত্রী পাশের বাসার এক ভদ্রলোকের সঙ্গে এক বিছানায়। জামিল কোনো কথা না বলে সোজা ভদ্রলোকের বাসায় গিয়ে তার স্ত্রীকে বললেন, ‘আসুন, দেখে যান আপনার স্বামী আমার স্ত্রীর সঙ্গে কী করছে!’

: আপনি কি ওদের কাজের প্রতিশোধ নিতে চান?

: অবশ্যই!

: তাহলে আপনি এখনই ভেতরে চলে আসুন।

 

৫#

আবিদ: লিলি, তোমাকে যখন চুমু খাচ্ছিলাম, তোমার ছোট ভাই দেখে ফেলেছে। কী করি বলো তো?

লিলি: সবাই তো ওকে বিশ টাকা করে দেয়।

৮৯২০ পঠিত ... ১৭:৪৪, জুন ২১, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top