যেভাবে নিজেকে বাঁচাবেন এই তীব্র গরম থেকে 

২৭৭ পঠিত ... ১৬:১১, এপ্রিল ১৮, ২০২৪

28 (5)

চলছে তীব্র গরম, অতিষ্ঠ জনজীবন। মানুষ উপায় খুঁজছে কীভাবে বাঁচা যায় এই অসহ্য তাপদাহ থেকে। এসির বিল গুনতে গুনতে যদি আপনার পকেট খালি হয়ে যায় তবে আপনার জন্য আমরা নিয়ে এসেছি গরম কমানোর কিছু অব্যর্থ টিপস। চেষ্টা করে দেখুন, গরম কমবেই।

 

১#

কামরুজ্জামান কামরুজ্জামান ভাইয়ের সাথে বন্ধুত্ব করুন। তার সাথে বরাপ নিয়ে আলোচনা করলে দেখবেন ঠান্ডা লাগছে

 

২#

রাস্তায় হাঁটলে বারবার বলুন ‘মনে হচ্ছে ইউরোপের রাস্তায় হাঁটছি’। দেখবেন ঠান্ডা লাগছে। কারণ ইউরোপের রাস্তা কখনও গরম হয় না

f01295033c794ad4b2827b9586096f0d

 

৩#

উত্তর মেরু কিংবা দক্ষিণ মেরুর কাউকে প্রেমের টানে এদেশে নিয়ে আসুন। তারপর বিয়ের টানে সেখানে চলে যান

 

৪#

দূর্নীতিবাজদের মতো পুকুর চুরি করার চেষ্টা করুন, তারপর সারাদিন সেই পুকুরে ডুব দিয়ে থাকুন

434574623_2144724572548006_8611175905070519323_n

 

৫#

গরমকে এ প্লাস দিয়ে দিন। এ প্লাস পেলে গরম পড়া বন্ধ করে দেবে, দেখবেন ঠান্ডা লাগছে 

 

৬#

কারওয়ান বাজারে মাছের ব্যবসা শুরু করুন। মাছের সাথে মাঝেমধ্যে আপনিও বরাপ ভর্তি বক্সে ঢুকে থাকতে পারবেন

c778bd7fe9074f3fa40338881de79dae

 

৭#

দ্রুত বিয়ে করে ফেলুন, বউয়ের রাগের গরমের কাছে এই গরমকে মনে হবে ডালভাত 

 

৮#

রাজশাহীর বন্ধুর সাথে নিয়মিত যোগাযোগ করুন। তার মুখে ‘তোদের ঐখানে আর কী গরম’ রোজ রোজ শুনলে দেখবেন গরমকে আর গরমই মনে হচ্ছে না

 

৯#

গরমে মানুষ নাকি শরম ভুলে যায়। তাই নিজের মধ্যে প্রচুর লজ্জাবোধ বা শরম আনুন। দেখবেন কনফিউজ হয়ে গরম চলে যাবে

 

১০#

গরমকে কমতে বলুন। যদি না কমে শুধু বলুন ‘তুই পারবি’। দেখবেন সুরসুর করে গরম কমে যাবে

58eec1019c424d508446b866969033c1

২৭৭ পঠিত ... ১৬:১১, এপ্রিল ১৮, ২০২৪

Top