Gen Z দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথের চোখের বালি

২০৫ পঠিত ... ১৭:২২, এপ্রিল ২৭, ২০২৪

2 (14)

রবীন্দ্রনাথের 'চোখের বালি'  'Gen-Z'দের জন্য লেখা একটা আদর্শ  উপন্যাস। জেন- জিদের রিলেশন সংক্রান্ত সব কঠিন আর পশ টার্ম, জটিলতা উপস্থিতি লক্ষ্য করা যায় এই উপন্যাসে।

শুরুতেই কামুক মহেন্দ্র, বন্ধু বিহারীর বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে তার নিজেরই মেয়ে পছন্দ হয়ে যায় এবং সাদাসিধা, আলাভোলা, মূরুক্ষ, ভুস্কি (বলদ অর্থে) মেয়ে আশালতাকে বিয়েও করে ফেলে। বিহারী এতে মনঃক্ষুণ্ন হলেও ব্যাপারটা চেপে যায়। যাহোক হানিমুন ফেজে নবদম্পতির দুর্দান্ত রোমান্স চলে।

সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ আগমন ঘটে বিনোদিনীর যার সাথে মহেন্দ্রর বিয়ের কথা ছিল। কিন্তু মহেন্দ্র তখন পাত্তা দেয় নাই। মহেন্দ্র -আশার সুখের সংসার দেখে বিনোদিনী যারপরনাই ঈর্ষান্বিত হয় এবং ভুস্কি (বলদ অর্থে) আশাকে হাত করে মহেন্দ্রকে তার প্রতি দুর্বল করার করার জন্য সমস্ত কাজ কারবার করতে থাকে।

বিনোদিনীর মহেন্দ্রকে জয় করার বাসনা মূলত ঈর্ষা থেকে। বিনোদিনীর শুরু থেকেই ব্যক্তিত্ববান বিহারীর প্রতি এক ধরনের ফ্যাসিনেশন থাকে। বিহারী বিনোদিনী দুইজনকেই অকেশনালি ফ্লার্ট করতেও দেখা যায়। তাদের মধ্যে ছোটখাটো একটা Situatuonship দেখা যায়। মূলত বিনোদিনী এইখানে মহেন্দ্রকে Benching করার ধান্দায় থাকে। বিহারীই বিনোদিনীর ফার্স্ট প্রায়োরিটি।

এদিকে হানিমুন ফেজ শেষ হলে দিন যতো যেতে থাকে কামুক মহেন্দ্র শিক্ষিতা, স্বাধীনচেতা, সফিস্টিকেটেড, লাস্যময়ী বিনোদিনীর উপর পুরোপুরি আকৃষ্ট হয়ে পড়ে। তার আর সরল আশাকে ভালো লাগে না। আশাকে সে Ghosting করা শুরু করে এবং লুকিয়ে লুকিয়ে বিনোদিনীর সাথে ডেট করে (এক পর্যায়ে ওগুলাও করে)।

একটা সময় ঘটনা জানাজানি হলে বিনোদিনী মহেন্দ্রর বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার ফার্স্ট প্রায়োরিটি বিহারীর কাছে গিয়ে তার ভালোবাসা প্রকাশ করে এবং তাকে বিয়ে করতে বলে। কিন্তু সিগমা বিহারী বিনোদিনীকে প্রত্যাখ্যান করে।

রিজেকশন খেয়ে বিনোদিনী তার গ্রামের বাড়ি ফিরে যায়। দুইদিন পর কামুক মহেন্দ্র বউ, মা, বাড়ি সব ফেলে বিনোদিনীর কাছে যায়। এইপর্যায়ে মহেন্দ্রকে রবীন্দ্রনাথের 'অপরিচিতা' ছোটগল্পের চরিত্র 'অনুপমের'র মতো ছেদর লাগে। বিনোদিনীর সাথে একটু ঘুমানোর জন্য নিজের মান-মর্যাদা, বংশ-পরিচয়, আত্মসম্মান সবকিছু জলাঞ্জলি দেয় কিন্তু কিছুতেই কিছু হয় না।

মহেন্দ্র চায় বিনোদিনীকে, বিনোদিনী চায় বিহারীকে, বিহারী চায় আশাকে এবং আশা চায় স্বামী মহেন্দ্রকে। গোলাকার এই প্রেম কাহিনী দেখলে মনে হয় Are we datting the same person-Dhaka গ্রুপের কাহিনী চলতেছে যেখানে ধানমন্ডির সবাই সবার এক্সকে ডেট করে।

উপন্যাসের সবথেকে ডেলুলু চরিত্র হইতেছে আশালতা। সরল সোজা এই মেয়ে দুনিয়ার সবাইরে বিশ্বাস করে মারা খায়।

২০৫ পঠিত ... ১৭:২২, এপ্রিল ২৭, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top