কাটা হবে সেন্ট্রাল পার্কের গাছ, গড়া হবে স্মার্ট নিউইয়র্ক

৫৩ পঠিত ... ১৫:৪৯, মে ০৮, ২০২৪

27 (9)

সৌন্দর্য বর্ধনের জন্য গাছ কাটার খ্যাতি রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। তবে এবার তাদের খ্যাতিতে ভাগ বসাতে আসছে নিউইয়র্ক সিটি কর্পোরেশনও।  সৌন্দর্য বর্ধন এবং স্মার্ট নিউইয়র্ক গড়ার জন্য কেটে ফেলা হবে নিউইয়র্ক সেন্ট্রাল পার্কের কয়েক হাজার গাছ। বিস্তারিত জানতে নিউইয়র্কের মেয়রের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের বলেন, ম্যারিকা হবে বাংলা, সাফ হবে গাছপালা। শহরের মাঝখানে সেন্ট্রাল পার্কের নামে এতবড় জঙ্গল রেখে জায়গা নষ্ট করার কোনো মানে হয় না। বরং এখানে কয়েকটা শপিং মল বানিয়ে তার আশপাশে ছোট ছোট গাছ লাগানো সবচেয়ে স্মার্ট সল্যুশন। এ ব্যাপারে দিক নির্দেশনা পেতে আমি কয়েকদিন আগেই ঢাকা গিয়েছিলাম। তখন আপনাদের দক্ষিণের মেয়র আমাদের পিও ভাই পিও অভিভাবক সৌন্দর্য বর্ধনের লড়াকু সৈনিক মেয়র সাহেব আমাদের শিখিয়েছেন কীভাবে এসব বিষয় হ্যান্ডেল করতে হয়। কয়েকজন বিষয়টির বিরোধিতা করেছিলেন তাদের আমরা টুপ করে আন্টালাটিক মহাসাগরে ফেলে দিয়েছি।

অন্যদিকে বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন সেখানকার স্থানীয় মন্ত্রী আমলারা। বাংলাদেশকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে দেশে আরও বেশি বেশি উন্নয়ন প্রকল্প চালু করার আহ্বান জানিয়েছেন তারা। এমনই এক আমলা আমাদের ভিডিও কলে বলেন, কপাল খারাপ, বুঝলেন? আজ আমেরিকার আমলা বলে এখনও আমেরিকাতেই পড়ে আছি। বাংলাদেশের আমলা হলে বেগমপাড়ায় কম হলেও দুইটা বাড়ি থাকত। আশা করছি এবার আমাদের অবস্থা পাল্টাবে।

৫৩ পঠিত ... ১৫:৪৯, মে ০৮, ২০২৪

Top