টেস্টে সব রিপোর্ট নরমাল আসায় ডাক্তারকে পেটালেন শেখেরটেকের শামসুল

১৪৭ পঠিত ... ১৫:১৩, মে ০৮, ২০২৪

14 (1)

ডাক্তারদের হরহামেশাই কেউ কেউ ডাকেন কষাই, ডাকাত কিংবা আরও অনেক কিছু। এর পেছনে যারা ডাক্তার দেখিয়েছেন একবার হলেও—তারা ঠিকই বুঝতে পারবেন। ডাক্তারদের এই ব্যবসা এতদিন সবাই দেখেও না দেখার ভান করে থাকলেও সময় বদলেছে। এ সব কারণ বিবেচনা করেই টেস্টের রিপোর্ট নরমাল আসায় পেটালেন ডাক্তারকে।

এ ব্যাপারে শামসুলের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, 'প্রথমবার যখন গেছি, তখন দুইটা কথা জিজ্ঞেস করেই এক গাদা পরীক্ষা দিছে। এতবার জিজ্ঞেস করলাম কী হইছে বলেন আগে, ডাক্তার বলে পরীক্ষার রিপোর্ট না আসলে বলা যাবে না। অদ্ভুত ব্যাপার! ডাক্তারের যদি রিপোর্ট দেইখাই বলা লাগে, তাহলে ডাক্তার দিয়া লাভ কী? রিপোর্ট দেইখা তো আমিই বুঝমু।  আমাদের গ্রামের শরীফ ডাক্তার (কোয়াক) শরীরের মধ্যে হাত রাইখাই বইলা দিতে পারে কী কী সমস্যা.....’

এতটুকু বলে দম নেবার আগেই তিনি আরও বলেন, 'ব্যাটারে যায়া বললাম কাঁপুনি দিয়ে জ্বর আসে, শালা আমারে দিছে মুত পরীক্ষা। মুতের সাথে জ্বরের কী সম্পর্ক? জ্ঞান ফলাইতে আসছে... এইরকম ডাক্তারের দরকার নাই। পিটাইছি ভালো করছি, দরকার পড়লে আরও পিটামু। আপনেরাও পিটান। পিটায়া এদের গুষ্টি উদ্ধার করেন...

১৪৭ পঠিত ... ১৫:১৩, মে ০৮, ২০২৪

Top