বিরোধীদল নিয়ন্ত্রণ করেছি ইনশাআল্লাহ দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণ করতে পারব: অ্যাডমিরাল জেনারেল আলাদিন

২৫২ পঠিত ... ১৫:৫২, মার্চ ১৮, ২০২৪

2 (8)

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নাকাল দেশবাসীকে ভরসা যোগালেন উগান্ডার সুপ্রিম লিডার অ্যাডমিরাল জেনারেল আলাদিন। জনগণকে অভয় দিয়ে তিনি জানিয়েছেন, বিরোধীদলকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, ইনশাল্লাহ দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণ করতে পারব।

গতকাল একান্ত কাল্পনিক এক সাক্ষাৎকারে আলাদিন এ কথা বলেন। এই সাক্ষাৎকারে আলাদিন সাম্প্রতিক সময় সরকারের নানাবিধ নিয়ন্ত্রণ কর্মসূচীর সাফল্যও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের ছেলেরা ছাত্রদলকে নিয়ন্ত্রণ করেছে, এখন দেখবেন ক্যাম্পাসে ছাত্রদল নাই। কার্টুনিস্ট, সাংবাদিক থেকে শুরু করে চেটাং চেটাং কথা বলতো যারা সাইবার সিকিউরিটি আইন দিয়ে আমরা তাদেরও নিয়ন্ত্রণ করতে সমর্থ্য হয়েছি। পুলিশ ও সড়ক পরিবহন মালিক সমিতি দিয়ে বিরোধীদলের সভা-সমাবেশ নিয়ন্ত্রণেও আমাদের মুন্সিয়ানা ছিল চোখে পড়ার মত। আপনারা হতাশ হবেন না। দ্রব্যমূল্যও আরা দেউতই নিয়ন্ত্রণ করবো। জাস্ট আর কয়েকটা বছর অপেক্ষা করেন।’

রোজার মাসে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা? আমাদের এমন প্রশ্নে আলাদিন বলেন, ‘অবশ্যই সম্ভব। তবে সামান্য একটা জটিলতা আছে। রোজা আসার পর থেকে আমরা কিছু বললে ব্যবসায়ীরা তা একদমই শুনছে না। সম্ভবত ওদের কানে সমস্যা। সেজন্য আমরা বিদেশ থেকে কিছু হিয়ারিং মেশিন কিনে আনার পরিকল্পনা হাতে নিয়েছি। ওইগুলো দেশে এসে পৌঁছালেই আমরা ব্যবসায়ীদের কথা শোনাতে বাধ্য করবো। ওই মেশিনগুলো দেশে আসতে একটু সময় লাগবে। রোজা পার হয়ে যেতে পারে।’

২৫২ পঠিত ... ১৫:৫২, মার্চ ১৮, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top