প্রচ্ছদশিল্পীকে ধরিয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকা ঘোষণা রবীন্দ্রনাথ ঠাকুরের

৮২৮ পঠিত ... ১৬:১৬, মে ০৮, ২০২৪

8 (6)

আজ রবীন্দ্রনাথের জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে রবীন্দ্রনাথের প্রথম জীবনী নামে একটা বই। বইটির কন্টেন্ট নিয়ে এখনও তেমন কিছু জানা না গেলেও, বইটির প্রচ্ছদ নেট দুনিয়ার মানুষদের নজর কেড়েছে। ফেসবুকের রাবীন্দ্রিক গলি ও অরাবীন্দ্রিক গলি—সব জায়গায় আলোচনা আছে বইটি নিয়ে।  

তবে বইটির প্রচ্ছদ দেখে একেবারেই খুশী হতে পারেননি রবীন্দ্রনাথ। ওপারে বসে তিনি এর মাঝে প্রচ্ছদ শিল্পীকে ধরিয়ে দেয়ার জন্য পুরস্কারও ঘোষণা করেছেন। রবি জানিয়েছেন, যে এই প্রচ্ছদশিল্পীকে ধরিয়ে দিতে পারবে, তাকে দেয়া হবে এক লক্ষ টাকা।  

নিজের একটি ফেক আইডি থেকে তিনি বলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি আঁকিছ মোর প্রচ্ছদখানি? তোমাকে পাইলে করিব ফালি ফালি। যে ধরাইয়া দিতে পারিবে তাহারে দিব এক লক্ষ টাকা।

প্রচ্ছদে কী সমস্যা গুরু? আমাদের এমন প্রশ্নে কবিগুরু কিছুক্ষণ প্রচ্ছদের দিকে তাকান, কিছুদিন আমাদের প্রতিবেদকের দিকে তাকিয়ে বলেন, আসেন ভাই, আপনার এমন একটা প্রচ্ছদ এঁকে দেই? বাসায় রাখবেন।

কাকে সন্দেহ করছেন? এমন প্রশ্নে রবীন্দ্রনাথ রোদ্দুর রায়ের কথা জানান। পাশাপাশি ব্রাত্য রাইসুকে কিছুটা সন্দেহের চোখে দেখছেন বলেও জানান গুরুজি।

৮২৮ পঠিত ... ১৬:১৬, মে ০৮, ২০২৪

Top