পোল খোলা হোক, দেখি কী হয়

১১৮ পঠিত ... ১৭:২৭, এপ্রিল ২৪, ২০২৪

3 (9)

আমাদের ব্যাচের জন্য আলাদা একটা Messenger গ্রুপ আছে। গ্রুপ খোলার প্রধান উদ্দেশ্য ছিলো, ক্লাসের সব তথ্য আদান-প্রদান করা। মোটামুটি সব ব্যাচেরই এমন একটা গ্রুপ থাকে।

কিন্তু এই গ্রুপে এখন ক্লাসের কথাবার্তা হয় না। ভোটাভুটি হয়, মানে Poll খোলা হয়।

যেমন, শনিবার সবাই বইমেলায় যাবো। কিন্তু হঠাৎ একদল মানুষ এসে বলবে,

 ‘শনিবার বইমেলায় ভিড় হয়। শনিবার মানি না!’

সমাধান?

: Poll খোলা হোক!  দেখি কী হয়....

সেই পোলে অপশন দুইটা থাকার কথা।

১. শনিবার বইমেলায় যাব

২. শনিবার বইমেলায় যাব না

কিন্তু না! অপশন আরও বেড়ে যাবে। যেমন:

৩. একদিন হইলেই হল

৪. মঙ্গলবার যাব

৫. সাদাত হোসেন যেদিন আসবে ঐদিন যাব

৬. বইমেলায় যাবো না, সোনারগাঁও যাব

....

....

.......

তো এভাবেই চলতে থাকে। মাঝেমধ্যে সমাধান হয় কিছু, তবে বেশীরভাগ সময়ই সিদ্ধান্ত অসমাপ্ত থাকে।

চতুর্থ বর্ষ শেষ হলো এভাবেই। আমি বড় হলাম। বিয়ের বয়স হল।

খুব শখ হল, যেহেতু সব ফ্রেন্ড ঢাকায় থাকে, এখানেই  বিয়ের কাজটা সেরে ফেলি। কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়ার আগে, গ্রুপে ঘোষণা দিলাম,

‘সামনের সপ্তাহে বিবাহ করতে যাচ্ছি সবাই রেডি থাকো।’

একটু পরে, গ্রুপে এসে দেখি, পোল খোলা হয়েছে, 

সবাই কী রঙের ড্রেস পরবে, সেই বিষয়ে।

মোটামুটি আনন্দই লাগলো। সবাই কত খুশিতে ভোট দিচ্ছে। অপশন দুইটা:

১. কালো

২. নীল

কিন্তু না! ২ অপশনই সমান ভোট পেলো।

কী রঙের ড্রেস পরা হবে ঐটা নিয়ে ৩-৪ দিন গেঞ্জাম হলো। ইনবক্স টু ইনবক্সে অনেক যুদ্ধ শুরু হলো।

সবাই রিকোয়েস্ট করল, 

‘দোস্ত বিয়েটা ১ সপ্তাহ পিছিয়ে নে। এই গেঞ্জামে কউ আসবে না বিয়েতে।’

আমার আনন্দ আর অবশিষ্ট রইলো না। সেন্টার ভাড়া করলাম না। বিয়ে পিছিয়ে নিলাম।

 কারণ সেই পোলে কোন সমাধান আসলো না।

আমি বললাম, ড্রেস কোড বাদ। যার যা ইচ্ছে, সেই রঙের জামা পরবি।

বিকেলে গ্রুপে এসে দেখি, আবার পোল খোলা হয়েছে,  ‘বিয়েতে কী গিফ্ট দেওয়া যায়? ‘

এবারের অপশন আরও বেশি।  ফলাফল, আবার ভয়াবহ গেঞ্জাম হল। আমার বিয়ে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল।

এভাবে চলতে থাকলে, সারাজীবন আমাকে চিরকুমারী থাকা লাগবে বুঝলাম।

সহজ সমাধানের জন্য  সহযোদ্ধাদের পদ্ধতি অবলম্বন করা লাগলো। মানে, নিজে নিজে বিয়ে করে এসে বললাম,

‘সরি দোস্তোরা! হুটহাট বিয়ে হয়ে গেলো রে! জানানোর সময়ই পেলাম না।’

একটু পরে গ্রুপে এসে দেখি আবার পোল খোলা হয়েছে।

বিষয়: ‘মিতু না জানিয়ে বিয়ে করেছে, ওকে কি Congratulations জানাব?’

এবারের অপশনগুলো:

১. হ্যাঁ

২. না

৩. এটা ব্যক্তিগত ব্যাপার

৪. উচিত কাজ করছে

৫. খুব অবাক হইছি, শকে আছি

৬. দাওয়াত পেলে জানাইতাম

...

.....

মুচকি হাসি দিয়ে গ্রুপ থেকে বের হয়ে গেলাম। তারা গেঞ্জাম করতে থাকুক। সেই ফাঁকে আমি হানিমুনটা সেরে আসি।

১১৮ পঠিত ... ১৭:২৭, এপ্রিল ২৪, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top