ছাত্রলীগের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুরোধ করল সাধারণ শিক্ষার্থীরা

৬৫ পঠিত ... ১৬:২৮, মে ০৫, ২০২৪

4 (10)

সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় আবদার করেছে আমলারা। এই ঘটনার পর এবার এমনই এক দাবী নিয়ে হাজির হয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপামর সাধারণ শিক্ষার্থী। আমলাদের সন্তানদের মত ছাত্রলীগের জন্যও আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুরোধ জানায় তারা। একটি ভূয়া অনুরোধ সভায় এমনটা জানায় সাধারণ শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের তরফ থেকে জানানো হয়, দেশের জন্য, দেশের মানুষের জন্য ছাত্রলীগের যে অবদান, তাদের মেধার যে বিস্তৃত পরিসর—সাধারণ শিক্ষার্থীদের সাথে একই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা তাদেরকে মানায় না। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষা কার্যক্রম এটাও ঠিক ছাত্রলীগের যায় না।

বিষয়টি নিয়ে নিজের এক বক্তৃতায় এক শিক্ষার্থী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ট্রিপল ই, মেকানিক্যালসহ অনেক বিষয় আছে, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ে এইসব বিষয় বা ডিপার্টমেন্ট থাকবে না। তাদের সেখানে থাকতে পারে, হেলমেটোলোজি ডিপার্টম্যান্ট, হকস্টিকিলোজি ডিপার্টমেন্ট। তাদের ক্লাস ক্লাসরুমেও হবে না। হবে গণরুমে বা গেস্টরুমে।

ছাত্রলীগের জন্য অনুরোধ করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ভিন্নতা জানাতে গিয়ে অন্য এক শিক্ষার্থী বলেন, ওদের বিশ্ববিদ্যালয়ের সিস্টেম থাকবে সাধারণ বিশ্ববিদ্যালয়ের চেয়ে উলটা। সাধারণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা ক্লাস করায়, শিক্ষার্থীরা ক্লাস করে। এখানে ছাত্রলীগ ক্লাস করাবে, শিক্ষকরা ক্লাস করবে।

ছাত্রলীগের ঐতিহ্য ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয়টিতে বেশ কিছু চেয়ারের নামকরণ করার প্রস্তাবও দেন সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেন, সংগঠনটির অতীত ঐতিহ্যের উপর সম্মান রেখে বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদের চেয়ার, নানক চেয়ার, তোফায়েল চেয়ার, নাজমুল সিদ্দিকি চেয়ার, সাদ্দাম হোসেন চেয়ার নামে কিছু চেয়ারও প্রচলন করা যায়। 

৬৫ পঠিত ... ১৬:২৮, মে ০৫, ২০২৪

Top