ছেলেরা দেশের মেজরিটি ইস্যু নিয়ে নিয়মিত কথা বলছে

১১৩ পঠিত ... ১৭:২৬, এপ্রিল ২৭, ২০২৪

3 (11)

লেখা: তাসনিম আবেদিন রাজু

এক ভাই লিখেছেন, ‘দেশের কোনো সিরিয়াস ইস্যু নিয়ে আমি মেজরিটি মেয়েদের কথা বলতে দেখিনাই কোনোসময়’ যথার্থ বলেছেন।

আমি বিভিন্ন সিরিয়াস ইস্যু নিয়ে মেজরিটি ব্যাটা মানুষরে কথা বলতে দেখছি। যেমন, ওয়ার্ল্ড অর্ডারের কন্সপিরেসি নিয়ে এক ব্যাটামানুষ বলছে যে সাত মহাদেশের বাইরেও এক লুকানো মহাদেশ আছে, যার নাম এন্টার কটিক মহাদেশ।

'টাকার গোপন রহস্য' উদঘাটন করা আরেক ব্যাটামানুষ বলছে বিকাশ/রকেটে টাকা ঢুকাইলে নতুন টাকা উৎপাদন হয়।

আরেক ব্যাটামানুষ তার বারো বছরের ছেলেরে 'প্রফেসর' বানাইছে, ছেলে কেন এখনো নোবেল পাইতেসে না তা নিয়ে পশ্চিমা ষড়যন্ত্রের গন্ধ পাইতেছে।  

রানা প্লাজা ধ্বসে যাওয়ার পরে স্বরাষ্ট্র ব্যাটামানুষের মতামত ছিলো যে বিএনপি নেতাকর্মীরা ঝাঁকাইতে ঝাঁকাইতে বিল্ডিঙটা ফালায়ে দিছে।

জারুল ফুলপ্রেমী তরুণ ব্যাটামানুষ জানতে চাইছে যে বুয়েট কি পাকিস্তান নাকি।

ধর্মীয় সম্প্রীতির ধারক বাহক দ্বীনি ব্যাটামানুষ হিন্দুদের কুরবানি ইদে দাওয়াত দিতেছে একসাথে গরুর মাংস খাওয়ার জন্য।

দেদারসে ব্যাটা মানুষ মতামত দিছে যে ইভ্যালী কোন পিরামিড স্কিম ছিল না, প্যায়ারের রাসেল ভাইয়ের 'বিজনেজ মডেল'-এ সমস্যা ছিল।

আসলেই, সব সিরিয়াস ইস্যু নিয়ে মেজরিটি ব্যাটামানুষেরা এমন মহামূল্যবান মতামত দিতে থাকে বলেই এখনো দুনিয়াটা টিকে আছে। মেয়েরাও যদি এইরকম মতামতগুলা দিত তাহলে এতদিনে মানবসভ্যতা মঙ্গলগ্রহে বসতি স্থাপনটা করেই ফেলত।

১১৩ পঠিত ... ১৭:২৬, এপ্রিল ২৭, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top