GOT-এর নতুন সিজন আসলেই কমবে গরম, বলছে গবেষণা

৪৮ পঠিত ... ১৭:০৩, এপ্রিল ২৭, ২০২৪

11 (10)

কোনোভাবেই কমছে না হিটওয়েভ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পানি ছিটিয়ে সাধারণ মানুষকে সেমি-গোসল করানোর চেষ্টা করলেও তাতে লাভের লাভ তেমন কিছুই হচ্ছে না। এই অবস্থাতেই এই ভুয়া গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য, বঙ্গীয় সিরিজ লাভার গবেষণা কেন্দ্রের এই গবেষণায় দেখা গিয়েছে অন্যকিছুতে নয়, শুধুমাত্র GOTএর নতুন সিজন আসলেই কমবে গরম। যদিও অফিশিয়ালভাবে GOT সিরিজ শেষ কিন্তু বাংলাদেশের গরম কমানোর স্বার্থে এর নির্মাতাদের কাছে নতুন একটি সিজন বানানোর আবেদন জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

এ ব্যাপারে GOT-এর অন্যতম চরিত্র নাইট কিংয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘অস্ত্র জমা দিসি কিন্তু ট্রেনিং ভুলি নাই, পিও ডিরেক্টর ভাইয়েররা ডাক দিলে আমি আমার সৈন্য সামন্ত, ড্রাগন সব নিয়ে ঢাকার রাজপথে যেতে প্রস্তুত আছি। বাংলাদেশের এবারের গরম দেখে আমার নিজেরই দিনে তিনবার বরাপ পানি দিয়ে গোসল করতে হচ্ছে। আশা করছি দ্রুতই ডাক পাবো।’

অন্যদিকে  GOT-এর নতুন সিজনের গল্প ঢাকাকেন্দ্রীক লেখার চিন্তাভাবনা করছেন এর মূল লেখক জর্জ আর আর মার্টিন। মার্টিন ভাইয়ের গোপন নাম্বারে আমাদের প্রতিবেদক মিস কল দিলে তিনি কলব্যাক করে বলেন ‘চিন্তা করবেন না ব্রো ঢাকায় Winter is coming। এবারের সিজন GOT-এর ইতিহাসে সবচেয়ে দুর্দান্ত সিজন হবে। এই সিজনে জন স্নো কে দিয়ে বিজয় সরণির মোড়ে স্নো-ফল করানোর পাশাপাশি হাতিরঝিলে বিশেষ ড্রাগন ফাইটের সিকোয়েন্স থাকবে, এছাড়া নাইট কিংয়ের সৈন্যদলে আপনাদের দেশের লড়াকু সৈনিক সহমত ভাই ইউনিট রাখার পরিকল্পনা আছে, উনাদের জন্য বিশেষ হাতুরি-হকিস্টিক অর্ডার দেওয়া হয়েছে। কী শুনেই শইলে একটা ভাব আইছে না, আর কয়েকটা দিন অপেক্ষা করেন, শীতের সোদনে দাড়াইতে পারবেন না।’

৪৮ পঠিত ... ১৭:০৩, এপ্রিল ২৭, ২০২৪

Top