বাংলাদেশ ক্রিকেটের আর্জেন্টাইন ভক্তরা

২৯৮ পঠিত ... ১৭:৪৮, ডিসেম্বর ০৫, ২০২২

Bangladeshe-cricketer-argentine-voktora

এই কিছুদিন আগেই আর্জেন্টিনা যখন পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতে গেলো, তখন বিশ্বের আরেক প্রান্তে থাকা আর্জেন্টিনার পাগলাটে ভক্তরা বাধভাঙা উল্লাসে ফেটে পড়েন। মধ্যরাতেই তারা রাস্তায় বেরিয়ে পড়েন। পটকা ফুটিয়ে, নেচে-গেয়ে উদযাপন করেন প্রিয় দলের জয়। ভক্তরা অন্য কোথাও’র নয়, বাংলাদেশেরই। বাঙালিদের সেই উদযাপন চোখ এড়ায়নি খোদ ফিফার। আর্জেন্টিনা ফুটবল দলের কোচ, আর্জেন্টিনা ফুটবল দল, আর্জেন্টিনা প্রফেশনাল লিগ কর্তৃপক্ষ বিশেষ পোস্ট করেছে বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের নিয়ে। মেসি-ভক্তদের উন্মাদনা নিয়ে নিয়মিত সংবাদও প্রচার হচ্ছে। এমনকি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের অফিশিয়াল টুইটার পেইজ থেকে বাংলাদেশি ভক্তদের উন্মাদনার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘তারা আমাদের মতোই পাগলাটে।’ 

Screendhot 1

তারা আমাদের মতোই পাগলাটে

তবে বাংলাদেশি ভক্তদের প্রতি আর্জেন্টাইনদের প্রশংসা ও সাপোর্ট এখানেই থেমে নেই। বাঙালি ভক্তদের অগাধ ভালোবাসা ফিরিয়ে দিতে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা হিসেবে তাদেরই একজন ড্যান ল্যান্ডে খুলেছেন একটি ফ্যান গ্রুপ। তার খোলা গ্রুপটির নাম ‘ফ্যানস আরহেন্তিনোস দে লা সিলেকসিয়ন দে ক্রিকেট দে বাংলাদেশ’ (বাংলাদেশ ক্রিকেট দলের আর্জেন্টাইন ফ্যান)। পৃথিবীর আরেক প্রান্তে নিজেদের মতোই পাগলাটে আর্জেন্টাইন/ম্যারাডোনা/মেসি ভক্তদের খোঁজ পেয়ে আর্জেন্টিনার লোকেরা এবার তা ফিরিয়ে দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থনের মাধ্যমে। গতকাল হয়ে যাওয়া বাংলাদেশ-ভারত ম্যাচে বাংলাদেশের অসাধারণ জয়ের পরে সেই উদযাপনে অংশ নেয় বাংলাদেশ ক্রিকেট দলের নবীন আর্জেন্টাইন ভক্তরাও। এছাড়া বাংলাদেশ ক্রিকেট দলের তারকা খেলোয়াড় তামিম ইকবাল ও লিটন দাসের প্রোফাইলের লিঙ্কও শেয়ার করা হয়েছে গ্রুপটিতে। আপলোড করা হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব বিশ্বকাপজয়ী বাংলাদেশ যুব দলের ভিডিও। বাংলাদেশ সময় শুক্রবার ২ ডিসেম্বর রাত ১০টায় খোলা গ্রুপটিতে বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৭০ হাজারেরও বেশি।

BDA

বাংলাদেশ ক্রিকেটের আর্জেন্টাইন ফ্যানদের সেই গ্রুপ

আর তাদের সেই গ্রুপের লিংক: https://web.facebook.com/groups/5177814808990403/?_rdc=1&_rdr

২৯৮ পঠিত ... ১৭:৪৮, ডিসেম্বর ০৫, ২০২২

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top