মে মাসটি সম্পর্কে আপনি যে ১০টি মজার তথ্য নাও জানতে পারেন

৪২০ পঠিত ... ১২:০৭, মে ০১, ২০২০

১# মে মাস বাগান করার জন্য খুব ভালো, তবে একটু ইয়ে ব্যাপারও আছে। এই মাসের প্রথম শনিবার বিশ্ব নগ্ন উদ্যানপালন দিবস (ন্যাকেড গার্ডেনিং ডে)!

২# ইতিহাস বলে, এই মাসে ডোনাল্ড ট্রাম্পের মারা যাওয়ার তেমন কোন সম্ভাবনা নেই! কারণ, এ পর্যন্ত কোন আমেরিকার প্রেসিডেন্ট মে মাসে মারা যাননি।    

৩# কোন বছরের মে মাস যে বারে শুরু এবং শেষ হয়, ওই বছরের অন্য কোন মাস ওই বারে শুরু এবং শেষ হয় না! বিশ্বাস না হলে ক্যালেন্ডার দেখুন। ২০২০ সালে মে মাস শুরু শুক্রবারে এবং শেষ রবিবারে। অন্য কোন মাস শুক্রবারে শুরু হয় নি কিংবা শেষ হয়নি রবিবারে।              

৪# যুক্তরাজ্যের নয়জন প্রধানমন্ত্রী মে মাসে জন্মগ্রহণ করেন! অন্য কোন মাসে এতজন প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেননি (নাকি অন্য মাসে জন্মগ্রহণ করা এতজন ব্যক্তি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হননি?)

৫# ফেসবুককে ষষ্ঠ মৌলিক অধিকার বানিয়ে ফেলা আমাদের প্রিয় জাকারবার্গ ভাইয়ের জন্মদিন এই মাসে। বর্তমানে বোধহয় এটাই মে মাসের সবচেয়ে ‘উল্লেখযোগ্য’ জন্মদিন!       

৬# একসময় মে মাসের বিয়েকে অপয়া ভাবা হতো। এ নিয়ে একটি জনপ্রিয় কবিতার লাইন, "Marry in May and you'll rue the day". আরেকটি প্রবাদ, “Brooms bought in May sweep the family away.” 

৭# আদি ইংরেজ আমলে মে মাসকে "month of three milkings" ডাকা হতো। এ মাসে নাকি গাভী তিন বেলা দুধ দিতো!  

৮# প্রাচীনকালের আরেকটি বিশ্বাস ছিল যে, মে মাসে জন্ম নেওয়া বাচ্চারা তাদের শৈশবকাল জুড়েই অসুস্থ থাকবে এবং মে মাসে জন্ম নেওয়া বিড়ালরা ইঁদুর ধরতে পারবে না (মে মাসে যাদের জন্মদিন, শরীর কেমন এখন?)

৯# যুক্তরাজ্যে মে মাস ‘জাতীয় হাসির মাস’ হিসেবে উদযাপিত হয়। 

১০# মে মাসে রয়েছে ইন্টারেস্টিং আরও কিছু দিবস, যেমন- 

১লা মে: প্যান্ট পরবো না দিবস
৯ই মে: হারানো মোজা স্মৃতিচারণ দিবস
১৩ই মে: ব্যাঙ লাফানো দিবস 
১৪ই মে: মুরগির মতো নাচো দিবস 
২০ই মে: কোটিপতি হও দিবস

৪২০ পঠিত ... ১২:০৭, মে ০১, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top