যে কাজগুলোর জন্য বন্ধুদের আপনার ট্রিট দেয়া উচিৎ

৯৮৪ পঠিত ... ১৬:৫৬, সেপ্টেম্বর ২৪, ২০২২

Treat

বন্ধুদের ট্রিট দেয়া খুবই স্বাভাবিক ব্যাপার। কারণে-অকারণে বন্ধুদের ট্রিট দিতে হয়। তবে এমন কিছু উপকার আছে যা বন্ধুরা আমাদের করে থাকে। এরপর ট্রিট না দিলে আসলে ওদের প্রতি অন্যায় করা হয়। আসুন শুনে নিই কী এমন উপকার।

 

১#

বাসা থেকে ফোন দিলে যে বন্ধু নির্দ্বিধায় বলে দেয়, ‘হ্যাঁ আন্টি রাতে ও আমার বাসাতেই ছিল।’ সেই বন্ধু অবশ্যই ট্রিট ডিজার্ভ করে।  

 

২#

গার্লফ্রেন্ডের বার্থডের একদিন আগেই যে বন্ধু মনে করিয়ে দে্‌ ‘মামা কাল ভাবির জন্মদিন, চল গিফট কিনি।’

 

৩#

যার বাসা আপনার যে কোন গুরুত্বপূর্ণ কাজের জন্য সবসময় ফাঁকা থাকে।

 

৪#

‘ভাবি আপনার কসম, ও আমাদের সাথে বসলেও সিগারেট খায় না’বলা মিথ্যাবাদী বন্ধু।

 

৫#

আপনার মন খারাপ শুনলে যে বন্ধু তার বন্ধু/বান্ধবির নাম্বার মেসেজ করে দিয়ে জানায় ‘মামা ও কিন্তু সিংগেল।‘

 

৬#

আপনার দাদা/দাদি মারা গিয়েছিলেন এই কথাটা স্যারের কাছে কাঁদো কাঁদো স্বরে যে জানিয়ে দেয়। তাকে ট্রিট দেবেন না তো কাকে দেবেন?

 

৭#

ডেট ফিক্সড। কিন্তু চারপাশে অভাব। এমন সময়ে যে বন্ধু আপনার জন্য তার দানের হাত প্রসারিত করে, সে হাজী মোহাম্মদ মুহসিন বন্ধুকে ট্রিট দেবেন না তো কাকে দেবেন?

 

৮#

আপনার হয়ে ফার্মেসীতে যাওয়ার বিশেষ দায়িত্ব যে বন্ধু নিজের কাঁধে নিয়ে রাখে।

 

৯#

যে বন্ধু আপনার হয়ে ক্লাসে প্রক্সি দেয় দেয় কিন্তু কখনোই ধরা খায় না।

 

১০#

ঝগড়ার পর আপনার গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ডকে কল দিয়ে যে বন্ধু এনশিওর করে আপনি ওর জন্য ঘুমের ওষুধ খেয়ে মেডিকেল ভর্তি।

 

১১#

বই নিয়ে যে বন্ধু ফেরত দেয়। তাকে ধরে বেঁধে হলেও ট্রিট দিন।

 

১২#

মাঝরাতে কথা বলার সময় ব্যালেন্স শেষ হয়ে গেলে যে বন্ধু বিকাশ থেকে রিচার্জ করে দেয়।

 

৯৮৪ পঠিত ... ১৬:৫৬, সেপ্টেম্বর ২৪, ২০২২

Top