বিএনপি যেসব অজুহাতে দাওয়াত ক্যান্সেল করতে পারে

৮৯২ পঠিত ... ১৭:৩৬, জুন ২২, ২০২২

BNP-dawat-erano

পদ্মা সেতুর উদ্বোধনি অনুষ্ঠানে বিএনপির সাত নেতাকর্মীকে কার্ড দিয়ে দাওয়াত দিয়েছে সরকারের সেতু বিভাগ। যদিও বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, এই আমন্ত্রণ গ্রহণ করেননি। দাওয়াতে না যাওয়ার জন্য বিএনপিকে আরও কিছু অজুহাত বাতলে দিচ্ছে eআরকি। 

১# বিএনপি বলতে পারে, 'দাওয়াত আমাদের পছন্দ হয়নি। আমাকে বলেছে ঠিকই কিন্তু আমার ভাগ্নির জামাইকে তো বলেনি। ভাগ্নির জামাইকে ছাড়া আমরা কোন দাওয়াতে যাই না। অন্তত বলতে তো পারতো। বললেই কি ও চলে যেতো নাকি?'

২# শুধু কার্ড দিলে হবে? ফোন করে একটু বলবে না? কই তারা তো আমাদেরকে ফোন দিয়ে একবারও বলেনি।

৩# ইদের পর হলে ভেবে দেখা যেতো। আমরা আবার ইদের পর ছাড়া কোথাও যাই না।

৪# এমন সময়ে প্রোগ্রাম ফেলেছে, তখন আমরা কোরবানির গরু কেনা নিয়ে ব্যস্ত থাকবো। যেতে পারবো কি না জানি না।

৫# বাড়ির ছোটদের পাঠিয়ে কোন রকম দায়সারা দাওয়া দিয়েছে। বড়রা কেউ আসেনি। এমন দাওয়াতে আমরা যাই না। পিএম না আসুক অন্তত কাদের সাহেবকে তো পাঠাতে পারতেন। 

৬# অনুষ্ঠানের মাত্র ৪ দিন আগে দাওয়াত দিছে। এটা কেমন দাওয়াত? অন্তত একমাস আগে না বললে আমরা কোন দাওয়াতে যাই না।

৭# আমরা যেন না যেতে পারি সেজন্য ওনারা অনুষ্ঠান করতেছে অনেক দূরে। উদ্বোধনী অনুষ্ঠান তো পল্টনেও করা যেতো। ওনারা চান না আমরা যাই, আমরা এটা বুঝি।

৮# আমাদের কারোরই লাইফ জ্যাকেট নেই। অনেকে সাঁতারও পারে না। দাওয়াত দিয়েছে, পেয়েছি। যেতে পারবো কিনা জানি না!

৯# ইউনূস সাহেব, মাহফুজ আনাম কি যাবেন? ওনারা না গেলে আমরাও যাবো না।

১০# ২০১৯ সালে আমরা প্রধানমন্ত্রীকে ইফতারির দাওয়াত দিয়েছিলাম। উনি তো আসেননি। আমরা কীভাবে যাই?

৮৯২ পঠিত ... ১৭:৩৬, জুন ২২, ২০২২

Top