ট্যুরে গেলে যে ১০ ধরনের বন্ধু-বান্ধব আপনি পাবেনই

৮৬৪ পঠিত ... ১৮:০৮, জানুয়ারি ১৮, ২০২২

Tour-bondhu-bandhob

ট্যুরে যাবেন, আর নিচের বৈশিষ্ট্য অনুযায়ী বন্ধু-বান্ধব পাবেন না? উঁহু... সে হবার নয়। দেখুন তো আপনার ক্ষেত্রে এর ব্যত্যয় হয় কিনা? 

 

#১

'প্রকৃতিপ্রেমী' বন্ধু

যার কিছুক্ষণ পর পরই প্রকৃতির বিশেষ ডাক আসে আর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য সুবিধাজনক জায়গা খুঁজে বের করতে হয়।

 

#২

মহাকাশচারী বন্ধু

যার ট্যুরে যাওয়ার একমাত্র উদ্দেশ্য নেশা করা। আকাশেই উড়ু উড়ু থাকে মন।

 

#৩

'নিউজ বুলেটিন' বন্ধু

একটু পর পর যার বাসা থেকে ফোন দিয়ে সব আপডেট খবরাখবর জানতে চায়।

 

#৪

গর্ডন র‍্যামসির ছোটভাই

কোন খাবারই তার মনমতো হয় না, খাবার নিয়ে খুঁতখুঁত করে।

 

#৫

ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার

ইনস্টাগ্রাম স্টোরির জন্য স্ন্যাপ নেয়া যার একমাত্র কাজ।

 

#৬

মুকেশ আম্বানির বংশধর

বাজেট ফ্রেন্ডলি হোটেল বা বাস পছন্দ হয় না৷ এরা খালি পশ জায়গা খোঁজে।

 

#৭

পটলকুমার গানওয়ালা

যে কোনো জায়গা, যে কোনো পরিস্থিতিতে যুতসই গান ধরে আসর জমাতে ওস্তাদ। 

 

#৮

ট্যুর গ্রুপের এইচআর ম্যানেজার

এর উপর দায়িত্ব চাপিয়ে বাকিরা চিল করে৷ ট্যুরের হোটেল ম্যানেজ করা, পরিষ্কার বাথরুম খুঁজে বের করা; যাবতীয় কাজকর্ম করতে করতে এর ট্যুরটাই মাটি হয়। 

 

#৯

শাহজাহান-মমতাজ

এরা ট্যুর গ্রুপের প্রেমিক জুটি৷ জোড়া বেঁধে আসলে এরা একসাথে প্রেম বা ঝগড়া করতে করতে দিন কাটায়। আর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে রেখে অন্যজন একা ট্যুর দিতে আসলে ফোনে প্রেম বা ঝগড়া করতে করতে দিন কাটায়৷ ট্যুরের ঝোপেঝাড়ে এদেরকে মাঝেমাঝে 'নিবিড় আলাপে' ব্যস্ত থাকতেও দেখা যায়৷

 

#১০

বাংলাদেশ ব্যাংকের ভল্ট

এই ব্যক্তির প্রতিটা ট্যুরের একমাত্র কমন অভিজ্ঞতা হলো টাকাপয়সা চুরি যাওয়া। কোনো না কোনোভাবে এর টাকাপয়সা বা অন্য কোন দরকারি জিনিস হারাবেই।

৮৬৪ পঠিত ... ১৮:০৮, জানুয়ারি ১৮, ২০২২

Top