ঈদে কেউ বাসায় আসতে চাইলে এড়িয়ে যাওয়ার ১০টি পদ্ধতি

১৫১৮ পঠিত ... ১৫:১১, মে ২৫, ২০২০

যথারীতি রমজানের রোজার শেষে ঈদ চলে এসেছে। যদিও এইবারের ঈদটা খুশির নাকি অখুশির সে ব্যাপারে জনমনে দ্বিধার শেষ নেই। তবে বাস্তবতা মেনে নিতেই হবে। অন্যদিকে করোনার মধ্যে ঈদ এসেছে সেটা মেনে নেয়া গেলেও এই ঈদে কেউ বাসায় এসেছে, এই ব্যাপারটা এবার কিছুতেই মেনে নেয়া যাবে না। কিন্তু সরাসরি না বলতেও তো কেমন যেন লাগে! তাই আমরা গবেষণা করে বের করেছি, ঈদে কেউ বাসায় আসতে চাইলে এড়িয়ে যাওয়ার কয়েকটি ভদ্র পদ্ধতি...

 

১. শরীর খারাপ
লোকজন এড়িয়ে যাওয়ার জন্য এটা এবারের মোক্ষম উপায়। কেউ বাসায় আসতে চাইলে বলুন, 'সকাল থেকেই গলাটা কেমন টন টন করছে। কাশিও হচ্ছে।' বলেই খুক খুক করে কয়েকটি কাশি দিন।

২. অন্য কারো শরীর খারাপ
এটাও হতে পারে সমান ইফেক্টিভ। কথা বলার সময় 'বাসার অন্য কারো শরীর খারাপ' এই ব্যাপারটা ফোকাস করুন। এভাবে বলতে পারেন, 'ছোট ভাইটার কি যে হল! ওর সর্দি কাশি সারতেই চাচ্ছে না।'

৩. রান্না হয়নি
মুরগির রান চিবোতে চিবোতে বলে দিন, আপনাদের বাসায় আজ রান্না হয়নি। করোনার কারণে সবার প্রচন্ড মন খারাপ। এমনকি দুপুরে কি খাবেন সেটাও বুঝতে পারছেন না।

৪. বাসার কাজ
বন্ধু শ্রেণীর কেউ বাসায় আসতে চাইলে বলুন, আজ বাসার সব কাজ আপনাকেই করতে হচ্ছে। সে যদি আসে তবে তাকেও কাজ করতে হবে। নিরীহ সুরে বলতে পারেন, 'দোস্তো ঘরটা তাহলে মুছলাম না। তুই যখন আসছিসই। এইটুকু হেল্প করলেই হবে।'

৫. দরজায় সমস্যা
তবুও যদি বন্ধুটি আপনার বাসায় আসতে চায়, তাকে বলুন, এতদিন বাইরে না যাওয়ার কারনে আপনাদের বাসার প্রধান দরজার ছিটকিনিতে মরিচা ধরে গেছে। ওটা আর কিছুতেই খুলছে না।

৬. বাবার নিয়ম
বাবার কঠোর নিয়মের কিছু নমুনা তৈরি করুন। যেমন বলতে পারেন, বাবা বলে দিয়েছে কেউ বেড়াতে আসলে পরিহিত কাপড় বাইরে খুলে তারপর ঘরে ঢুকতে হবে। অন্তত ঈদের কাপড় বাইরে খোলার ভয়ে হলেও কেউ আর আপনার বাসায় আসতে চাইবে না।

৭. অন্য কোথাও দেখা করা
কেউ যদি খুব করে আসতে চায় তবে তাকে বলুন, বাসায় আসার কি দরকার আমরা বাইরে দেখা করি। তারপর একটা ভেন্যু ঠিক করে দিন। এরপর আস্তে করে আপনার ফোনটা অফ করে দিন।

৮. কুকুর থেরাপি
এটা বেশ পুরোনো থেরাপি। বলতে হবে, 'ভাই! আমাদের বাসার কুকুরটা হঠাৎ পাগল হয়ে গেছে। বাসায় আসলে নিজ দায়িত্বে আসতে হবে।'

৯. কথা ঘোরানো
বাসায় আসতে চাইলেই কথার মোড় ঘুরিয়ে দিতে হবে। নেটফ্লিক্সের নতুন সিরিজ নিয়ে আলোচনা শুরু করে দিন। এরকম বলতে পারেন, 'আপনার মুখে বাসায় আসার কথা শুনে মনে পড়ল, আসুর দেখেছেন? দারুণ না?'

১০. আমরা কেউ বাসায় নেই
এটা অনেক কাজের একটা থেরাপি। বলতে হবে আপনারা কেউ বাসায় নেই। কোথায় আছেন জানতে চাইলে বলে দিন, 'কুয়েত-মৈত্রীতে অসুস্থ আত্মীয়কে দেখতে এসেছি। আত্মীয়ের করোনা হইছে মনে হয়, দোয়া করিস...'

১৫১৮ পঠিত ... ১৫:১১, মে ২৫, ২০২০

Top