লকডাউনে বেড়ে যাওয়া ভুড়ি যে ১০টি কাজে লাগাতে পারেন

১৮৮৫ পঠিত ... ২০:৫৩, জুন ০৭, ২০২০

আপনার লকডাউন আর ভুড়ির লকডাউন পরস্পর ব্যস্তানুপাতিক। আপনি সঠিকভাবে লকডাউন মানলে ভুড়ি লকডাউন মানতে চাইবে না, জামার সীমিত আকার পেরিয়ে বের হয়ে আসতে চাইবে যখন তখন। বাড়ন্ত বয়সে ফটিককে নিয়ে যেমন তার মা বিপদে পড়ছিলো, ঘরে থাকতে থাকতে তিলে তিলে গড়ে তোলা সন্তানতুল্য ভুড়ি নিয়েও আপনি নিশ্চয়ই আছেন টেনশনে। তবে পুঁজিবাদি সিস্টেমে একটা কথা আছে, সঠিক ব্র‍্যান্ডিং ও মার্কেটিংয়ে সবকিছুই আসলে প্রোডাক্ট। আপনার ভুড়িও আসলে তাই। ভূড়ি যেহেতু বেড়েই যাচ্ছে সেহেতু তাকে বসিয়ে বসিয়ে না খাইয়ে কাজে লাগান। লকডাউনে থাকতে থাকতে eআরকির নব্য ভুড়িরাজরা ভূড়িকে কাজে লাগিয়েছে, কাজে লাগানোর টিপস দিচ্ছে আপনাকেও।

১# সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে ভূড়িকে কাজে লাগাতে পারেন। ৩ ফুট দূরত্ব না হোক, একটা মানসম্পন্ন ভূড়ি অন্তত আপনার ১ ফুটের মধ্যে কাউকে আসতে দিবে না।

২# বসে থাকা অবস্থায় ভুড়ির উত্তল সারফেসে চায়ের কাপ, নুডুলসের বাটি ইত্যাদি রেখে নিশ্চিন্তে খেতে পারবেন।

৩# গান শুনতে শুনতে হঠাৎ করে ঢোল বা ড্রাম বাজাতে ইচ্ছা করলে কাজে লাগাতে পারেন আপনার ভূড়িকে। ভরা কলসি ভালো না বাজলেও, ভরা ভুড়ি ভালোই বাজে। কে জানে, বাজাতে বাজাতে হয়তো আপনি একদিন বিখ্যাত ভুড়ি-মিউজিশিয়ান হয়ে যেতে পারেন।

৪# একটা মানসম্পন্ন ভুড়ি থাকলে কাউকে কনফিডেন্স নিয়ে 'কাঁচা খায়া ফালামু' থ্রেট দিতে পারবেন। রেফারেন্স হিসেবে ভুড়ির সাইজ দেখিয়ে দিলেই হবে।

৫# একটা দারুণ ভুড়ি আপনাকে বাংলা সিনেমার নায়ক বানিয়ে দিতে পারে। লকডাউন শেষ হলে সোজা অডিশন দিতে চলে যাবেন এফডিসির দিকে। এমনিতেই শাকিব খানের ক্যারিয়ারের অবস্থা ভালো না...

৬# ওয়াড্রোব, ড্রেসিং টেবিল ইত্যাদির ড্রয়ার বন্ধ করতে ভুড়িকে কাজে লাগাতে পারেন। এতে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। আবার কম পরিশ্রম করতে হওয়ায় ভুড়ি বাড়তে থাকবে আরও। টাকায় যেমন টাকা আনে, ভুড়িও তেমনি আনে ভুড়ি...

৭# বাড়তি ভুড়িকে বিক্রয় ডটকম বা ওএলএক্সে বেচে দিয়ে কিছু টাকাও কামাতে পারেন। কোনো নো কোনো শুকনো হাড় জিরজিরা কাস্টমার নিশ্চয়ই এমন সুঠাম ভুড়ি খুঁজছে...

৮# বাসায় ছোটভাই কিংবা সন্তান সন্ততি থাকলে ভুড়িকে তাদের হাতে সপে দিন। খেলনা হিসেবে ওরাই আপনার ভুড়িকে কাজে লাগাবে। তবে একটু বেশি মোটা বাচ্চাদের হাতে আপনার প্রিয় ভুড়িটি অবাধে ছেড়ে দিয়েন না যেন...

৯# স্বর্ণ চোরাচালান কিংবা মাদকদ্রব্যের বাহক হিসেবে কাজ করতে পারেন। ভুড়ি বড় হওয়ায় সেখানে প্রচুর মাল ধরবে। তবে, ধরা খেয়ে ভুড়ি যদি চুরির নিচে পড়ে, তাইলে আমাদের কোন দায় নাই!

১০# একটা ভুড়ি থাকা সত্ত্বেও জীবনে এত কিছু করা এবং সুখী হওয়ার পর আপনি নিশ্চিন্তে একজন মোটিভেশনাল স্পিকার হয়ে যেতে পারবেন। আপনার স্পিচ শুনতে তখন ভুড়িওয়ালাদের পাশাপাশি সিক্সপ্যাকওয়ালারাও আসবে!

১৮৮৫ পঠিত ... ২০:৫৩, জুন ০৭, ২০২০

Top