ছোটবেলার যত হাস্যকর ভুল ধারণা: দেখুন ২০টি নমুনা

৩৯৩৮ পঠিত ... ১৫:১৭, সেপ্টেম্বর ৩০, ২০২১

শৈশবে আমাদের মনোজগত থাকে বিচিত্র কল্পনাপ্রবণ! চারপাশের ঘটনাগুলো সম্পর্কে অদ্ভূত সব ধারণা করে নেয় শিশুরা, মাঝে মাঝে কল্পনার জগতে ভেবে নেয় একেবারেই অন্যরকম কিছু! শৈশবে বিভিন্ন কিছু সম্পর্কে আমাদের অনেক অদ্ভূত আর হাস্যকর সব ধারণা ছিল, যার কিছু আমরা বুঝতে পেরেছি শৈশবে, আর কিছু বড় হয়ে। চলুন চোখ বুলিয়ে নেই শৈশবের এমনই কিছু হাস্যকর ভুল ধারণায়, দেখুন তো আপনার সাথে কোনটি/কয়টি মেলে!

chotobelar-hassokor-vul

১# টিভির কাঁচ ভাঙলে মানুষ বের হয়ে আসে।

২# পরীক্ষার আগে ডিম খেলে পরীক্ষা খারাপ হয়।

৩# প্লেনের নিচ থেকে ডাকাডাকি করলে তারা আমাদের ডাক শুনতে পায়।

৪# বিয়ে না করলে বাচ্চা হয় না।

৫# ফলের বিচি খেয়ে ফেললে পেটের ভিতর গাছ ওঠে।

৬# দুইজনের মাথায় ধাক্কা লাগলে শিং উঠে যাবে।

৭# একবার খেলে পানিতে পড়ে যায়।

৮# বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে।

৯# ছেলেদের মুসলমানি করিয়ে দিলে তারা বিছানায় প্রস্রাব করে না।

১০# বালিশের উপর বসলে পশ্চাৎদেশে ফোঁড়া হয়

১১# প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ভিন্ন নামের একই ব্যক্তি,

১২# সিনেমার পর্দায় নায়ক-নায়িকা একে অন্যকে স্পর্শ করে না। এগুলো ক্যামেরার কারসাজি!

১৩# ইঁদুরের গর্তে দাঁত ফেললে দাঁত সুন্দর হয়!

১৪# রুহ আফজা খেলে সওয়াব হয়।

১৫# দোতলা বাসে দুইজন ড্রাইভার থাকে।

১৬# চায়ের দোকানে খারাপ ছেলেমেয়েরা যায়।

১৭# আগুন নিয়ে খেললে রাতে বিছানায় প্রস্রাব করে।

১৮# এক গালে থাপ্পড় খেলে বিয়ে হবে না।

১৯# কাউরে নিয়া স্বপ্ন দেখে বালিশ উল্টায়া দিলে ওই লোকও একই স্বপ্ন দেখে!

২০# আমি হাঁটলে চাঁদও আমার সাথে হাঁটে।

বোনাস: চোখের অঞ্জলিকে ছোট বাচ্চার ‘ইয়ে’ দিয়ে স্পর্শ করলে ভালো হয়ে যায়...

৩৯৩৮ পঠিত ... ১৫:১৭, সেপ্টেম্বর ৩০, ২০২১

Top