কোয়ারেন্টাইনের মৌসুমে যে ১০টি অনলাইন কোর্স শিওর হিট করবে (বিফলে আইডিয়া ফেরত)

৬৩৮ পঠিত ... ০৯:৪৯, এপ্রিল ২৩, ২০২০

কোয়ারেন্টিনের পিক টাইমে ঘরে বসে আয় করার সুযোগ দেয়া কোম্পানিগুলো হারিয়ে গেলেও, অনেকে অনলাইনে নানান ধরনের কোর্সের ব্যবস্থা করেছে। সারা বিশ্ব লকডাউনে থাকায় যেহেতু সবার একমাত্র বিচরণক্ষেত্র এখন ইন্টারনেট, তাই সেসব অনলাইন কোর্সের চাহিদা বা গ্রাহক কোনোটাই কম নয়। এই সময়ে অনেকেই হয়তো ঘরে বসে হয়ে উঠতে চান উদ্যোক্তা, অবসর সময়ে ঘরে বসে অনলাইন কোর্স খুলতে চান, অথচ হয়তো দারুণ কোনো কোর্স আইডিয়া পাচ্ছেন না। তাদের জন্যই eআরকির এই নিবেদন। অনলাইনে বিজনেস করার জন্য একদম সময়োপযোগী হিট ১০টি কোর্সের আইডিয়া দেখে নিন, আর নেমে পড়ুন ব্যবসায়। যদি এই ব্যবসাগুলো সফল না হয়, তাহলে আমরা পিপিই পরে এসে আইডিয়া ফেরত নিয়ে যাবো কসম...

১# রুটি গোল করা বিষয়ক
'সেক্সি' রুটি বানানো পৃথিবীর অন্যতম কঠিন একটা কাজ। রুটি বানাতে গিয়ে বেশিরভাগ মানুষই আন্তর্জাতিক সীমানা গবেষক হয়ে যায়। কোয়ারেন্টিন সিজনে চাঁদের মতো গোল রুটি বানানোর আদবকেতা, টেকনিক ইত্যাদি নিয়ে একটা কোর্স চালু করতে পারেন।

২# বাসন-কোসন পরিচিতি কোর্স
এই কোর্স এই কোয়ারেন্টাইনের সময়ে ব্যবসাসফল হবেই। প্রায় সব বিবাহিত পুরুষেরাই এই সময়ে বাসন মেজে বউকে সাহায্য করতে গিয়ে উল্টাপাল্টা বাসন মেজে ফেলে বকা খাচ্ছে। সাথে বাসন মাজা কোর্সটি ফ্রি করাতে পারেন।

৩# সেলফ ম্যানেজমেন্ট কোর্স
২৪ ঘন্টা একজন বিরক্তিকর মানুষকে সহ্য করার মেন্টাল সেটআপ নিয়ে আত্মউন্নয়নমূলক কোর্সও ভালো ব্যবসা করবে। প্রচুর নারী শিক্ষার্থী পাওয়া যাবে।

 

৪# মশলাপাতি পরিচিতি
ইদানিং স্ত্রীরা স্বামীদেরকে রান্নাঘরে মশলা এগিয়ে দেয়ার কাজ করাচ্ছে, ভুলভাল মশলা এনে প্রচুর ঝামেলা করছে স্বামীরা। মশলাপাতি কোর্সের সাথে তরকারি নাড়ানো কোর্স, ভাতের মাড় গালা কোর্স ফ্রি করাতে পারেন।

৫# বেবিসিটিং!
বাচ্চা সামলানো কোর্স দারুণ ব্যবসা করবে। শুধু এই এক কোর্সের শাখা কোর্সই বানাতে পারবেন অনেকগুলা। ইনফান্ট সামলানো কোর্স, কিড সামলানো কোর্স, টডলার সামলানো কোর্স, বিগ কিড সামলানো কোর্স, ডায়াপার ম্যানেজমেন্ট কোর্স, ফর্মূলা ম্যানেজমেন্ট কোর্স, হরলিক্স ম্যানেজমেন্ট কোর্স...

৬# মশারি টাঙানো
মশারি টাঙানোর মোটিভেশন নিয়েও একটা আত্মউন্নয়নমূলক কোর্স করানো যায়। এই কোর্সে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 'বাই ওয়ান গেট ওয়ান ফ্রি' দিতে পারেন।

৭# প্রসাধনী পরিচিতি
প্রসাধনী চেনানোর কোর্স এই মুহূর্তে ভালো কাজে দেবে। এক নজরেই হেয়ার রিমুভাল, শেভিং ক্রিম, টুথপেস্ট চিনতে পারা অত্যন্ত জরুরি। একবার শিখে ফেললে সারাজীবন কাজে দিবে।

৮# হেয়ার-কাটিং
চুল কাটা শেখানোর কোর্স এই সময়ের অন্যতম সফল কোর্স। অনেকেই স্বামীর চুল কাটতে না পেরে বান্ধবী সমাজে মুখ দেখাতে পারছে না, অনেকেই নিজের চুল নিজে কাটতে গিয়ে মুখ দেখানোর আর কোনো সুযোগ রাখেনি। এই কোর্স তারা একদম লুফে নিবে।

৯# ভিডিও-কলের আদবকেতা
এই মুহূর্তে বাসায় বসে সবাই ভিডিও কলে অফিস মিটিং করছে। চালু করতে পারেন একটা ভিডিও কল আদবকেতা কোর্স। কীভাবে বসবে, কীভাবে কথা বলবে, ব্যাকগ্রাউন্ডে কী থাকলে এস্থেটিক মিটিং হবে, শুধু টি-শার্ট পরবে নাকি প্যান্ট পরারও দরকার আছে-- এমন নানান টেকনিক নিয়ে একটা কোর্স হয়েই যায়।

১০# লুডু প্রশিক্ষণ
লুডু খেলার একটা কোর্স চালু করা যায়। তবে কীভাবে লুডু খেলতে হয় সেই কোর্স না। অনলাইন লুডু খেলায় চুরির টেকনিক শেখানো কোর্স দারুণ ব্যবসা করবে...

৬৩৮ পঠিত ... ০৯:৪৯, এপ্রিল ২৩, ২০২০

Top