ধান কাটার টিপস: যে ১০টি প্র'ধান' বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন

৮৩০ পঠিত ... ২২:০০, এপ্রিল ৩০, ২০২০

চলছে ধান কাটার সিজন। কৃষকরা যে শুধু নিজের ধান নিজে কাটছেন তাই নয়, করোনার এই দুঃসময়ে কৃষকদের ধান কাটতে সাহায্য করতে 'মাঠে নেমেছেন' রাজনৈতিক দলের অনেক কর্মীরাও। কিন্তু এর মধ্যে সবারই নিশ্চয়ই ধান কাটার আদবকেতা জানা নেই। এই কদিন আগেই তো এক কৃষকের কাঁচা ধানে মই দিয়ে (মানে কেটে) ফেঁসে গেলেন টাঙ্গাইলের এক এমপি। তাই একটি সফল ধান কাটা কার্যক্রম সম্পাদন করার জন্য আগে eআরকির টিপস পড়ে নেয়াই আপনার প্র'ধান' দায়িত্ব! কোয়ারেন্টাইনের অবসরে ক্ষ্যাপে ধান কাটতে গিয়ে এই টিপস তৈরি করেছেন শোহান রাহমাননাজমুল হক

১# রাজনৈতিক পোশাক পরিধান করা জরুরি। আপনি যে নরমালি কৃষক না কিন্তু কৃষককে হেল্প করতে নেমেছেন, এটা যেন বোঝা যায়। নেতা ভাব আনার জন্য পাঞ্জাবি পরলে ভালো। সাথে দলীয় আইকনিক পোশাক পরলে তো জোস হয়। তবে বেশি গর্জিয়াস (ওবায়দুল কাদের টাইপ) ড্রেস আপ করবেন না। কাপড় খুব পরিষ্কার হলেও সমস্যা, হালকা একটু ময়লা (বা মাটি লেগেছে এমন) হওয়া দরকার।

২# ফটোগ্রাফার ও ক্যামেরা সাথে রাখতে কোনোভাবেই ভুল করা যাবে না। ক্যামেরার ব্যাটারিতে আগেই ফুল চার্জ রাখতে হবে, মেমরিও ফাঁকা করে রাখা প্রয়োজন। মনে রাখবেন, ধান কাটার মূল পার্টই এটা। কাস্তে হয়তো আপনি আশপাশ থেকে ম্যানেজ করে ফেলতে পারবেন, কিন্তু ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেলে ক্ষেতের মধ্যে চার্জ দিবেন কোথা থেকে?

৩# একাধিক ফটোগ্রাফার থাকলে ভালো। তাহলে একাধিক এঙ্গেল থেকে ছবি তুলে এক গোছা ধান কাটার ছবিই নানানভাবে পোস্ট করতে পারবেন। শুধু একজন ফটোগ্রাফার থাকলে তার অ্যাংগেল থেকে ছবিতে হলুদ পাকা ধানের বদলে সবুজ কাঁচা ধান চলে আসতে পারে, তখন আরেক বিপদ। একজন একটু দূরের শট নেবে। একজন ক্লোজ আপ নেবে, এরকম হইলে সবচেয়ে বেস্ট।

৪# ধান কাটতে কাস্তের বদলে অভ্যাসবশত ভুল করে চাপাতি নিয়ে যাবেন না। হেলমেট পরারও বিশেষ দরকার নাই, তবে 'আইকনিক' কারণে হলে হলে ভিন্ন কথা।

৫# এক ফটোগ্রাফারের ছবিতে যেন দূরে দাঁড়িয়ে থাকা আরেক ফটোগ্রাফার (বা ভিডিওগ্রাফার) না চলে আসে, এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।

৬# ধান কাটার সময় সাথে দলবল নিয়ে না যাওয়াই ভাল (ফটোগ্রাফি-ভিডিও টিম বাদে)। কয়েকজন প্রফেশনাল ফটোগ্রাফার সাথে নিয়ে একা গিয়ে কৃষকের সাথে ধান কাটুন। নতুবা দলের ভেতরের কেউ যেটা ফেসবুকে না দিলে চালো এমন ভিডিও (কাঁচা ধানের ভিডিও টিপ) করে হুট করে নেটে ছেড়ে দিতে পারে।

৭# যেখানেই ধান কাটতে যাবেন, সাথে কিছু পাকা ধান নিয়ে যাওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, কী কাটছেন সেটা বড় কথা নয়, ভিডিওতে পাকা ধান থাকাটাই আসল কথা।

৮# ধান কাটার পর উক্ত ধান কৃষককে দিয়ে আসতে ভুল করবেন না। ধান আপনি কেটেছেন বলে ধানের মালিক আপনি, এমনটা ভাববেন না৷ পরে যদি সেই ধান আপনি কাটার অধিকারবলে মেরে দিতেও চান, অন্তত কৃষকের হাতে/উঠানে ধান তুলে দিচ্ছেন এমন একটা ছবি অবশ্যই রাখবেন।

৯# মাথায় গামছা বেঁধে নিয়ে পারেন৷ এতে আপনার চেহারার মধ্যে একটা কৃষকের আবহ সৃষ্টি হবে। এরকম একটা সামান্য এক্সেসরিজ ইউজ করার কারণেই দেখবেন দ্রুত উপরমহলের নেকনজরে আসতে পারবেন৷

১০# দুপুরের ভাতটা ক্ষেতের আইলে বসে খাওয়ার চেষ্টা করুন। এ ক্ষেত্রে চাইনিজ কিনে এনেও আইলে বসে খেতে পারেন৷ মনে রাখবেন, ধান কাটার চাইতে কৃষকের সাথে ভাত খাওয়ার ব্যাপারটা আরো বেশি সেন্টিমেন্টাল৷ তবে আপনি যে চাইনিজ খাচ্ছেন, এটা যেন আবার ছবি/ভিডিওতে না আসে...

৮৩০ পঠিত ... ২২:০০, এপ্রিল ৩০, ২০২০

Top