পিজ্জা প্যারোডি : ডোমিনোজের লাইনের আড্ডাটা আজ আর নেই

১৭৪১ পঠিত ... ২০:৩৩, এপ্রিল ০১, ২০১৯

‘বসবাসযোগ্য সনদ’ (অকুপেন্সি সার্টিফিকেট) না নিয়ে কার্যক্রম শুরু করায় ধানমন্ডির র‍্যাংগস ফরচুন স্কয়ারের ডোমিনোজ পিজ্জাসহ ৫টি দোকান বন্ধের নির্দেশ দিয়েছে রাজউক। সোমবার (০১ এপ্রিল) রাজউকের জোন-৫ এর অথরাইজড অফিসার রাসেল এ নির্দেশনা দিয়েছেন (সময় নিউজ)। ডোমিনোজ পিজ্জা বাংলাদেশে আসা মাত্রই বাংলার পিজ্জাপ্রেমীরা ঝাঁপিয়ে পড়েছিলেন ডোমিনোজের পিজ্জা চেখে দেখতে। ইন্টারনেটে ডোমিনোজ পিজ্জার সামনে থাকা সুবিশাল লাইনের ছবিও হয়েছিল বেশ ভাইরাল। হুট করে ডোমিনোজ পিজ্জা বন্ধের খবরে তাই পিজ্জাপ্রেমীদের ঘরে ঘরে আজ শোকের ছায়া। সেই শোকের ভাগীদার হতে আমাদের পিজ্জা গবেষক দলের সদস্যরা ভেবেছেন মান্না দে'র সুবিখ্যাত কফি হাউজ গানটি অবলম্বনে এক পিজ্জা প্যারোডি।

ডোমিনোজ পিজ্জার আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেলো পিজ্জার লাইনগুলো সেই

আজ আর নেই।

 

পিজ্জা হাট মরেছে, পিজ্জা ইন থাকাতে

নেই তারা আজ কোন খবরে

রাজউকের নিষেধে ডমিনোজ পিজ্জা

ঘুমিয়ে আছে যে আজ কবরে

বনানীকে ভালোবেসে তবুও সবার শেষে

ব্যবসায় টিকে আছে পিজ্জা গাই

পিজ্জা স্কয়ার ধুঁকছে এলাকার ক্যানসারে

মোহাম্মদপুর করেনি তাকে ক্ষমা হায়।

 

পিজ্জারোমা আজ শুধু সবচেয়ে সুখে আছে

শুনেছি তো কোটিপতি মালিক তার

আলো আর আধারিতে আগাগোড়া মোড়া সে

পিজ্জা যে সবগুলো দামি তার

আর্ট কলেজের মেয়ে কফি কাপ হাতে নিয়ে

ছবি তুলে ইন্সটাতে রাখতো

আর লাইন সব ঠেলে গিয়ে

পিজ্জাটা হাতে নিয়ে

ডোমিনোজে বসে শুধু থাকতো।

 

একটা লাইনে সেই তিন চার ঘন্টা

ক্ষুধায় পেটটা শুধু জ্বলতো

লাইন আজ আগাবে, নাকি আগাবে না

এই নিয়ে তর্কটা চলতো

রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক

ডোমিনোজে ঠিক এসে জুটতাম

চারটেতে লাইন দিয়ে পা দুটো ব্যথা করে

সাড়ে সাতটায় ঠিক ঢুকতাম।

 

ধানমন্ডির কোনো বিল্ডিঙের নিচতলায়

মুছে যাবে ডোমিনোজ নামটা

একটা শাখাও তার হলো না কোথাও খোলা

পেলো না সে পিজ্জার দামটা

অফিসের সোশালে কম কিছু বাজেটে

পাঠাও পিজ্জা ডেলিভারি করতো

লাইন ঠেলে পিজ্জা নিয়ে যেতে কিছু দেরি হলে

অর্ডারওয়ালা হুদাহুদি ঝাড়তো।

 

সেই বিশাল লাইন নেই আজ

সাইনবোর্ড তবু আছে

সেই নিচতলা আজও খালি নেই

একই সে ফ্লোরে আজ

এসেছে নতুন দোকান

শুধু সেই পিজ্জার থালি নেই

কত মানুষই তো লাইন ধরে এই ডমিনোজে

কতজন লাইনেতে থেকে যায়

কত চেইন এলো গেলো

আরো চেইন আসবে

লাইন দেয়া মানুষগুলো থেকে যায়।

ডোমিনোজের সেই লাইনগুলো আজ আর নেই

আজ আর নেই...

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই।

১৭৪১ পঠিত ... ২০:৩৩, এপ্রিল ০১, ২০১৯

Top