যে ১০টি কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশগুলোর চেয়ে এগিয়ে

২৫০২ পঠিত ... ১৮:৪৭, মার্চ ০৫, ২০১৯

উন্নত চিকিৎসার জন্য আমাদের গুরুত্বপূর্ণ মানুষ কিংবা সেলিব্রেটিদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। সাধারণ মানুষরাও জটিল রোগের চিকিৎসার জন্য দেশের বাইরে অর্থাৎ আমেরিকা, সিঙ্গাপুর, ব্যাংকক, কিংবা পাশের দেশ ভারতের চেন্নাইয়ের দিকে ছোটে। কিন্তু উন্নত দেশগুলোর চেয়ে চিকিৎসা ব্যবস্থায় কিন্তু আমরাই এগিয়ে। কেন? নিচের কারণগুলো পড়ে নিজেই বিবেচনা করুন। দুই বেলা প্যারাসিটামল খেয়ে আমাদের দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে গবেষণাটি করেছে eআরকি চিকিৎসা গবেষক দল।

 

১# এই দেশে চিকিৎসাধীন অবস্থায় কোনো বিখ্যাত ব্যক্তি মারা যান না। তারা চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার পর মারা যান।

২# আমাদের দেশের জনসংখ্যার ১০০ ভাগই ডাক্তার। কেউ চুমু দিয়ে মাথা ব্যাথা ভালো করে ফেলে, কেউ ঝাড়ফুক দিয়ে ক্যান্সার!

৩# ছোট, মাঝারি ও বড় মানের অপারেশন ওয়ার্ড বয় আর নার্সরা করে ফেলে। ডাক্তাররা জীবনের চেয়েও বড় কাজ করে। যেমন- ডেথ সার্টিফিকেটে স্বাক্ষর করা।

৪# সাধারণ রোগের জন্য আমাদের হাসপাতালে যেতে হয় না। ফেসবুকে স্ট্যাটাস দিলেই চিকিৎসা পাওয়া যায়।

৫# ডিপ্রেশনের চিকিৎসায় আমাদের সাইকিয়াট্রিস্টেরও প্রয়োজন হয় না। আমাদের মোটিভেশনাল স্পিকার আর ফেবু সাইকিয়াট্রিকরাই অবসর সময়ে যেকোনো মনোরোগের সমাধান দিতে পারেন।

৬# আমাদের সরকারি হাসপাতালে স্পেশাল স্ট্রেচারম্যান থাকে। তারাই রোগীকে কষ্ট করে স্ট্রেচারে তুলে ঠেলে নিয়ে যায়। শুধু রোগীর স্বজনের পকেট থেকে টেনে ৫০০ টাকার নোটটা বের করে নেয়।

৭# আমাদের দেশে মেডিকেল কলেজে পড়ে ডাক্তার হওয়ার পাশাপাশি নীলক্ষেত থেকে 'মাত্র ৩০ দিনেই ডাক্তারি শিখুন' বই কিনেও ডাক্তার হওয়া যায়।

৮# এদেশের সব শিক্ষার্থীই ছাত্রজীবনে 'এইম ইন লাইফ' রচনায় ডাক্তার হতে চায় লেখে।

৯# উপসর্গ শুনে রোগ সনাক্তকরণ এবং ওষুধ সাজেস্ট করার জন্য আমাদের দেশে ফার্মেসির দোকানদারই যথেষ্ট!

১০# এই দেশে ঘরে ঘরে সবাই ডাক্তার। প্যারাসিটামল এবং সেকলো খেয়েই দেশের অধিকাংশ মানুষ যেকোনো রোগ নিরাময়ে সক্ষম।

২৫০২ পঠিত ... ১৮:৪৭, মার্চ ০৫, ২০১৯

Top