নোয়াখালী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে পাইলটদের ভবিষ্যৎ কথোপকথন

১১৮৮৮ পঠিত ... ২০:৩৬, জুলাই ২৭, ২০১৮

নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামের ১৬ একর ভূমির ওপর পরিত্যক্ত এয়ারস্ট্রিপকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তর করা হচ্ছে। নোয়াখালীতে যেহেতু হচ্ছে বিমানবন্দর, সেই বিমানবন্দরে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলার কথা বলেন নোয়াখালীর ভাষায়?

পাইলট-ফাটা ০০৭ হেভি: আমরা অবতরণের জন্য অনুমতি চাচ্ছি!

নোয়াখাইল্যা এটিসি: ওমাগো! আন্নেরা চলি অাইছেন নি? এক্কানা খাঁড়ান! রানওয়ে হরিষ্কার করি লই!

(এরই বাতেনের মারে যাই ক চাই, হেতির গরুডারে বাইত লই যাইতে, হেতি গরু রানওয়েতে বান্দি কুনায় গেছে? বেক্কল মেয়ে ছেলে!)

পাইলট-কেষ্ট ৪২০: আমরা অবতরণ করতে চাচ্ছি!

নোয়াখাইল্যা এটিসি: মামু বাড়ির আবদার ক্যান? আগে হাডা নাইমব ইয়ার হরেদি তোরা কেষ্ট নাইমবি! হাডারা আগে আঁইছে! তোরা ওগ্যা চক্কর মারি আয়!

পাইলট-ফাটা ০০৭ হেবি: রানওয়ে কি ক্লিয়ার হয়েছে?

নোয়াখাইল্যা এটিসি: টেনশন লইয়েন ন, বাতেনের মা গরু লই গেলেই আন্নেরা নাইমতে হাইরবেন!

(স্যার বাতেনের মা গরু লই চলি গেছে! হেতাগো নাইমতে কন)

নোয়াখাইল্যা এটিসি: এরই আন্নেরা এক এক করি চলি আসেন! কোন কাবযাব করিয়েন ন! রানওয়ে হরিষ্কার করি দিছি! হয়লা হাডা ০০৭ নাইমবো!

পাইলট-ফাটা ০০৭ হেভি: রানওয়ের কোনদিক দিয়ে নামবো?

নোয়াখাইল্যা এটিসি: জলিলের মার নাইল গাছের উপর দি নামেন! সাবধান, নাইল গাছে ঢুস মারিয়েন ন! হেতির কচি কচি ডাবগুলা হরি যাইতে হারে! ওগ্যা ডাব হইরলে জলিলের মা অক্করে খাই দিব!

পাইলট-কেষ্ট ৪২০: আমরা চক্কর খেয়ে আসছি। কোনদিক দিয়ে নামবো?

নোয়াখাইল্যা এটিসি: আন্নেরা আবার হিছ কিনার দি এক্কানা ঘুরি আইয়েন! অওন হাডা নামের! হাডার হরে আন্নেরা!

(রানওয়েতে ফুচুৎ করে একটা শব্দ হয় )

পাইলট-ফাটা ০০৭ হেভি: একটা দুর্ঘটনা ঘটে গেছে! রানওয়েতে একটা ছাগল ছিলো! বিমানের ধাক্কা লেগে কোরবান হয়ে গেছে!

নোয়াখাইল্যা এটিসি: কোন কালারের বকরি মাইচ্ছেন?

পাইলট-ফাটা ০০৭ হেভি: সাদা কালার!

নোয়াখাইল্যা এটিসি: ওরে হুমন্দির পুত তোরা কইচ্ছত কী? আর বকরি মারি ফালাইছস! ও মনুর মা, হিছাগা লই আও চাই! হুমুন্দির পুত গুলারে বাইড়্যাইয়া দেই!

পাইলট-কেষ্ট ৪২০: আমরা হিছ কিনার দিয়ে ঘুরে আসছি! এখন কী নামতে পারবো?

নোয়াখাইল্যা এটিসি: আঁর বকরি মরি গেছে! হ্যারলাই রানওয়ে আইজ বন্ধ করি দিছি! তোরা হিরি যা!

(স্যার হাডা ০০৭ এর দুই ডেরাইবররে নাইল গাছের লগে বান্ধি ফালাইছি! আন্নে হিছা লই জলদি আইয়েন!)

১১৮৮৮ পঠিত ... ২০:৩৬, জুলাই ২৭, ২০১৮

Top