বছরের এই সময়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। এদিকে মহাসমারোহে শুরু হয়েছে নির্বাচনের প্রস্তুতি। এইসব প্রচার প্রচারণায় দক্ষ লোকবল পেতে আয়োজন করা যেতে নির্বাচনী ক্রীড়া প্রতিযোগিতা। সেই ইভেন্টে কী কী থাকতে পারে তারই কিছু আইডিয়া।
ভোট চাওয়া দৌড় প্রতিযোগিতা
ভোটার দেখামাত্রই কে সবার আগে দৌড়ে যেয়ে কোলাকুলি করে ভোট চাইতে পারে পারে তার প্রতিযোগিতা। সর্বোচ্চ ভোটারের কাছে যে যেতে পারবে সে-ই জয়ী।
ভোটের জন্য নেতা সাজো
যেমন খুশি তেমন সাজোর মতো নিজের পরিচিত সাজ ছেড়ে সংগ্রামী, মুক্তিকামী নেতা সাজার প্রতিযোগিতা।
কান্না করে সিম্প্যাথি পাওয়ার প্রতিযোগিতা
কে সবচেয়ে বেশি কান্নাকাটি করে ভোট চাইতে পারে তার প্রতিযোগিতা। যার কান্না শুনে সবাই কেঁদে দেবে, আবেগে আপ্লুত হয়ে পড়বে সে হবে জয়ী।
চেয়ার নিক্ষেপ প্রতিযোগিতা
গোলক নিক্ষেপ বাংলাদেশের ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় খেলা। এরই আদলে নির্বাচনী সিজনে হতে পারে চেয়ার নিক্ষেপ প্রতিযোগিতা। কোন দল সবচেয়ে বেশি দ্রুত টার্গেট করে চেয়ার ছুড়ে মারতে পারে—তাই নিয়ে হবে এই প্রতিযোগিতা।
হাটে হাঁড়ি ভাঙা ও গুজব ছড়ানো প্রতিযোগিতা
হাঁড়ি ভাঙা আরেকটি জনপ্রিয় খেলা। তবে এই সিজনে হাটে হাঁড়ি ভাঙা অর্থাৎ গোপন খবর ফাঁস এবং নানা জায়গায় অন্যান্য দলের নামে যা-তা গুজব ছড়ানোতে যারা পটু হবে তারাই হবে জয়ী।
ডিম ছোড়াছুড়ি প্রতিযোগিতা
প্রতিপক্ষের লোকজনকে ডিম ছোড়াছুড়ির প্রতিযোগিতা যেখানে সবচেয়ে বেশি যে দল টার্গেটের গায় ডিম ছুড়ে লাগাতে পারবে তারাই জয়ী।
ভোটারকে মুরগি বানানো প্রতিযোগিতা
মোরগ লড়াইয়ের আদলে হবে ভোটারকে মুরগি বানানো প্রতিযোগীতা। এতে থাকবে বিভিন্ন সুবিধা কার্ড, পরকালের টিকিট, নানারকম প্রতিশ্রুতি ইত্যাদি শৈল্পিকভাবে বলার প্রতিযোগিতা। যারা যত ইনোভেটিভ তারাই বিজয়ী!


