ইদোপদেশ#১
চাঁদ দেখা নিয়ে যে কোনোরকম বিতর্ক অবসানে উড়োজাহাজে করে মেঘের উপর গিয়ে চাঁদ দেখা কমিটির বৈঠকের ব্যবস্থা করা হোক।
ইদোপদেশ#২
চাঁন রাতকে আরও আকর্ষণীয় করতে টিভি চ্যানেলগুলো ‘কে আগে দেখছ ইদের চাঁদ?’ নামে একটা রিয়ালিটি শো-এর আয়োজন করতে পারে। স্পনসরদের দৃষ্টি আকর্ষণ করছি।
ইদোপদেশ#৩
চান রাতের আনন্দের মাঝেও আপনার মোবাইলে সেহরির জন্য সেট করে রাখা অ্যালার্মটা disable করতে ভুলবেন না।
ইদোপদেশ#৪
ফেসবুকে সুস্বাদু খাবারের ছবি আপলোড করাই যদি আসল উদ্দেশ্য হয় তাহলে কষ্ট করে অতিরিক্ত রান্নার চাপ নিয়ে আপনার মেকআপ নষ্ট করবেন না। বরং AI দিয়ে ছবি বানিয়ে পোস্ট মারুন।
ইদোপদেশ#৫
এবার যেহেতু রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে, তাই আপনার সালামির রিজার্ভেও নতুন রেকর্ড হবার সম্ভাবনা আছে।
ইদোপদেশ#৬
ইদের সালামির উপর ভ্যাট-ট্যাক্স-উৎসে আয়কর প্রয়োগ করে সালামির টাকা সাদা করার উদ্যোগ নিয়ে সরকারের রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া যেতে পারে।
ইদোপদেশ#৮
ইদ শুভেচ্ছা এসএমএস কিংবা মেসেঞ্জারে ভিডিও মেসেজে পাঠাতে send all বাটন ব্যবহার করার আগে নিশ্চিত হয়ে নিন কন্টাক্ট লিস্টে আপনার প্রাক্তন জিএফ/বিএফ-এর নাম্বারটা আজও সেভ হয়ে আছে কিনা। ইদের দিন বিব্রতকর অবস্থা কাম্য নয়।
ইদোপদেশ#৯
টিভি দেখতে বসার আগে অংক খাতা নিয়ে বসুন।
৩টি ঘণ্টা প্রথমে একসাথে বেজে উঠে পরবর্তীতে যথাক্রমে ১ মিনিট, ২ মিনিট ও ৩ মিনিট পরপর বাজতে থাকলে কতক্ষণ পরে তারা পূণরায় একসাথে বেজে উঠবে? ছোটোবেলায় পাটিগণিতে করা এই লসাগু পদ্ধতি প্রয়োগ করে সব চ্যানেলের বিজ্ঞাপন বিরতির সময় নির্ণয় করে একই সঙ্গে সকল চ্যানেলের সব নাটক/সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত বিজ্ঞাপন ছাড়াই উপভোগ করুন।
ইদোপদেশ#৯: ( শুধুমাত্র অপ্রাপ্তবয়স্কদের জন্য)
অনেক কষ্টে 'মাথার ঘাম মুরুব্বির পায়ে ফেলে' অর্জিত তোমাদের সালামির অর্থ নিরাপদে রাখার কথা বলে মায়ের ফাঁদে পা দিয়ে তার হাতে গচ্ছিত না রাখাটাই উত্তম।
যুগের পর যুগ ধরে ইহা এক ধরনের পারিবারিক 'চিট' ফান্ড (ইভ্যালির মতো) বাণিজ্য হিসেবেই পরিচিত।
ইদোপদেশ#১০
ইদের আনন্দ-ফুর্তি-ভোজন ইদের দিনের মধ্যেই শেষ করুন—মন ও পেট সুস্থ রাখুন।
মনে রাখবেন ইদ একদিনই।
ইদের ষষ্ঠ দিন/সপ্তম দিন বলে কিছু নেই—এগুলো পুরাই মিডিয়ার সৃষ্টি।
ইদোপদেশ#১১
যার কাছ থেকে সালামি নিচ্ছেন তার টাকার উৎস জিজ্ঞেস করুন। অসৎ পথে উপার্জিত অর্থ থেকে সালামি নেবেন না। ইদে এদেরকে সামাজিকভাবে বয়কট করুন। জাতি গঠনে অংশ নিন।
সবার ইদ হোক নিরাপদ, আনন্দময় ও বিতর্কমুক্ত ।
সবাইকে ইদ মোবারক।