আলেম ও ডাক্তার সমাজের মাঝে যেসব মিল আপনি খুঁজে পাবেন

৩৪০ পঠিত ... ১৫:৪১, মার্চ ১৭, ২০২৫

আলেম এবং ডাক্তার সমাজের মাঝে ভালই মিল আছে। কী কী মিল? সেটাই দেখা যাক।

 

FCPS আলেম আর MD আলেম: এরা ভাল রকমের কোরআন-হাদিসের জ্ঞান লাভ করেছেন এবং ডিগ্রি আছে।

কিন্তু ফতোয়া দেবার ক্ষেত্রে একজন আরেকজনের মতামতকে পাত্তা দিতে চান না। এক দল বলে আমরা সেরা। অন্যদল বলে আমরা সেরা।

 

MRCP আলেম: এনারা বাইরের ভার্সিটি থেকে ইসলামিক পড়াশোনা করেছেন। ইংরেজির ফ্লুয়েন্সি ভাল। এবং কথাবার্তায় স্মার্ট। কিন্তু FCPS আলেমরা ওনাদের উদ্দেশ্য করে বলেন, দুই লাইন ইংলিশ বললেই আলেম হওয়া যায় নাকি!

 

Post Graduation নাই কিন্তু Local Practice ভাল:

এনারা অত বড় লেভেলের পড়াশোনা করেননি। কিন্তু কিচ্ছা-কাহিনীর সাথে কিছু প্রয়োজনীয় হাদিস-কোরানের জ্ঞান দিয়ে ভালই মাহফিল জমিয়ে ফেলেন।

 

Lifestyle Modifier এবং ফিজিওথেরাপিস্ট:

এদের প্রতিষ্ঠানিক শিক্ষা কোরান হাদিসের উপর হয়নি। এ বিষয়ে কোনো ডিগ্রিও নেই। কিন্তু সাইড বাই সাইড পড়াশোনা করে লাইফ স্টাইল চেঞ্জের ওপর বয়ান করে ভালই গ্রহণযোগ্য হচ্ছেন। কিন্তু আলেম সমাজ এদের আলেম মানতে রাজি নন। নাম শুনলেই তারা তেলে-বেগুনে জ্বলে ওঠেন।

 

কোয়াক আলেম:

এরা তেমন বিশেষ কিছু কোরআন-হাদিস জানেন না। কিন্তু সুর করে কিচ্ছা-কাহিনী বানিয়ে বলতে ওস্তাদ। গ্রামেগঞ্জের মাহফিলে এদের কদর বেশি। সারারাত এদের কিচ্ছা কাহিনী শুনে সকালে নামাজ কাজা করে মুসলিমরা উল্টা ইমান নষ্ট করে ফেলে। এদের বয়ানে সাময়িকভাবে ভাল লাগলেও আসলে দিনশেষে ইমানের বারোটা বেজে যায়।

 

PLABAMC দেওয়া আলেম:

আমাদের জুনিয়র ডাক্তারদের মাঝে বিপুলসংখ্যক চায় দেশ ছেড়ে PLAB বা AMC দিয়ে UK বা Australia যেতে। তাদের মতে দেশের অবস্থা ডাক্তারদের জন্য ভাল না। তাদের সাথে গলা মিলিয়ে এক দল আলেমরাও হয়তো বলে ফেলে—দেশের অবস্থা ভালো না ভাই। মালয়েশিয়া না হয় মিডিলইস্টে ক্যারিয়ার করো।

৩৪০ পঠিত ... ১৫:৪১, মার্চ ১৭, ২০২৫

Top