বাংলাদেশ কর্ম কমিশন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মধ্য দিয়ে শুরু করতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন ও নতুন পদের পরীক্ষা। এই ক্যাডারের নাম 'মাস্টারমাইন্ড ক্যাডার’। পররাষ্ট্র ক্যাডারের মতো ২০টি কিংবা প্রশাসন ক্যাডারের মতো ২৫০+ পদ এখানে নেই। জুলাই অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে চালু হওয়া এই পদে নিয়োগ পাবেন শুধু মাত্র একজনই। সুযোগ সুবিধা এবং সম্মানের ক্ষেত্রে থাকবেন অন্যান্য সব ক্যাডারের চেয়েও এগিয়ে।
তবে এর জন্য অনেক কাঠ-খড় পুড়িয়ে প্রস্তুতি নিলেই শুধুমাত্র ক্র্যাক করা সম্ভব।
কীভাবে প্রস্তুতি নেবেন বুঝতে পারছেন না? ভাবছেন সময় শেষ? আপনার জন্য রইল ছোট্টো একটি গাইডলাইন।
১#
আপনার শিশুকে মাস্টারমাইন্ড হিসেবে গড়ে তুলতে চাইলে ছোটোবেলা থেকেই তার উপর নজর দিন। শিশুশ্রেণিতে থাকতেই ভর্তি করিয়ে দিতে পারেন মাস্টারমাইন্ড স্কুলে। এখান থেকেই সে ধীরে ধীরে বিকশিত হবে। কথায় বলে, মর্নিং শো'জ দ্য ডে। তার জীবনের সকালবেলাটাকেই গুরুত্বপূর্ণ করে তুলুন।
২#
বেশি বেশি ইংরেজি চর্চা করুন, ওয়ার্ড স্মার্ট পড়ুন। মাস্টারমাইন্ড হতে হলে বাংলায় দক্ষতার পাশাপাশি ইংরেজি থাকতে হবে নখদর্পনে। স্পিকিং প্র্যাকটিস না থাকুক, অন্তত লেখার হাত হতে হবে পাকা। নিয়মিত ইংরেজিতে ফেসবুকে স্ট্যাটাস দিন এবং সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে এমন সব জিনিস নিয়ে কথা বলুন। খেয়াল করুন, যা বলতে চাইছেন তা যেন মানুষের কাছে স্পষ্ট না হয়। আপনি নিজে না বুঝলেও ক্ষতি নেই, তবে মানুষ যেন না বুঝে।
৩#
দর্শন পড়ুন। দর্শন না পড়ে মাস্টারমাইন্ড হওয়ার দৌড়ে আপনি টিকে থাকতে পারবেন না। সানজুর আর্ট অব ওয়ার, ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, সিক্স সিক্রেট টিচিংস ইত্যাদিকে আপনার অবশ্য-পঠিত বইয়ের তালিকায় রাখুন।
৪#
চাপার জোর বজায় রাখুন। এই ক্যাডারের দৌড়ে যার চাপা যত শক্ত, তার বিজয়ী হবার সম্ভাবনাও তত বেশি। মনে রাখবেন, আপনার উপর ঝড় আসবে, বন্যা হবে—কিন্তু আপনি পরাস্ত হবেন না।
৫#
মাস্টারমাইন্ড হবার জন্য আপনার ছোটো একটি সার্কেল প্রয়োজন। সেই সার্কেলে কিছু সাংবাদিক, কিছু বিশ্বস্ত নির্লোভ বন্ধু আর কিছু ফেক ফেসবুক অ্যাকাউন্ট দরকার যারা ক্রমাগত আপনাকে নিয়ে ভালো কথা বলে যাবে। তবে সার্কেলের কেউ বিশ্বাসঘাতকতা করলেই আপনি শেষ!
৬#
আপনার বয়স ২৫ হোক কিংবা ৭৫, মনে রাখবেন এখানে বয়স কোনো বাঁধা নয়। এটি মনের পরীক্ষা, শারীরিক বয়সের নয়। যে কোনো বয়সেই এই পরীক্ষায় আপনি বসতে পারবেন।
৭#
আপনার বয়স ২৫-৩০ হলে, চেষ্টা করবেন গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখার। অন্তত অ্যাওয়ার্ড অনুষ্ঠান কিংবা গালা নাইটগুলোতে তাদের চোখে পড়তে ভুলবেন না।
৮#
হাসবেন না। বা হাসলেও সীমিত পরিমাণে। মাস্টারমাইন্ড হবার জন্য মাথা প্রচুর খাটাতে গিয়ে মাস্টারমাইন্ডরা হাসতে ভুলে যায়। হাসলেও তারা ব্রেন দিয়ে হাসে।
অতিরিক্ত টিপস: বিদেশে বন্ধু/ পরিচিত মানুষজনের সাথে ভালো সম্পর্ক রাখুন। মাসে দুই-একবার হলেও যোগাযোগ করুন। তাহলে দুবাইয়ে নিজের ফ্ল্যাট না থাকলেও কাজ চলে যাবে। বলা যায় না, কখন কী না কী দরকার পড়ে যায়!