দেশে আটকে আছেন অগণিত আওয়ামীলীগ নেতা। পালানোর জন্য অবলম্বন করছেন নানান উপায়। কিন্তু, দিনশেষে সফল হচ্ছে না একটিও। তাদের জীবনে আরও একবার সফলতা যোগ করে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
১#
যেখানে লুকিয়ে আছেন সেখান থেকেই মাটি খোঁড়া শুরু করুন। মাটির নিচেই আমেরিকা। তাই খোঁড়ার পর টুক করে আমেরিকায় ল্যান্ড করবেন।
২#
মনের পালানোই বড় পালানো। মোবাইলটা হাতে নেন, গুগল ম্যাপ বের করুন, লোকেশনে ইন্ডিয়া দিয়ে বসে থাকুন।
৩#
জেনজিদের থেকে অনেকে অনেককিছু শিখছে, আপনারা ভিপিএনের ইউজটা শিখুন। ভিপিএন দিয়ে দেশের বাইরে যাওয়ার পাশাপাশি বাইরের অনেককিছু দেখারও সুযোগ হবে।
৪#
মাটি খুঁড়তে কষ্ট হলে, একটা লাফ দেওয়ার চেষ্টা করুন। মাটির নিচে যেমন আমেরিকা তেমন মাটির ওপর মঙ্গল গ্রহ।
৫#
ফেসবুকে আপনারা দেশের নাম বদলানোর দাবি তুলতে পারেন। দেশের নামই যদি না থাকে তাহলে দেশও থাকবে না। দেশ না থাকলে আপনারা পালানোও লাগবে না!
৬#
বাংলাদেশের মধ্যেই আরও একটি দেশ আছে। সেই দেশের নাম, নোয়াখালী। আপনারা নোয়াখালী চলে যেতে পারেন।
৭#
দল পালটে বিএনপিতে চলে যান। এটাই সময়, বিএনপির আবার কীসের ভয়!