বিবিসিতে কোরিয়ান প্রফেসরের সাক্ষাৎকারের প্যারডি : যদি সাক্ষাৎকারদাতা নারী হতেন!

৫৫৪১ পঠিত ... ১১:৫৮, মার্চ ১৮, ২০১৭


লাইভ টেলিকাস্ট কিংবা ভিডিওতে মাঝেমধ্যেই সৃষ্টি হয় 'বেকায়দা' অথবা বিব্রতকর পরিস্থিতির, যা তুমুল হাস্যরসের জন্ম দেয়। ঠিক যেমনটা হয়েছিল দক্ষিণ কোরিয়ার বিবিসি ডিবেটে--রবার্ট কেলি নামক এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে! লাইভ ভিডিওতে যখন প্রেসিডেন্টের পদত্যাগ নিয়ে তিনি গুরুগম্ভীর আলোচনা করছিলেন, হুট করে দরজা খুলে তার ছোট্ট শিশু উজ্জ্বল হলুদ কাপড় নাচতে নাচতে রুমে ঢুকে পরে!

এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, মিলিয়ন মিলিয়নবার শেয়ার হয়েছে। সেই প্রফেসর, তার দুই সন্তান ও তার স্ত্রী পরিচিত মুখ হয়ে উঠেছেন সারা বিশ্বের কাছে। সম্প্রতি সেই ভিডিওটির একটি প্যারডি বানিয়েছেন নিউজিল্যান্ডের দুই কমেডিয়ান জোনো এন্ড বেন। তারা দেখিয়েছেন প্রফেসরের জায়গায় যদি একজন ওয়ার্কিং ওমেন থাকতেন তাহলে এই ভিডিও আসলে দেখতে যেমন হতে পারতো। 




যারা বিবিসির আসল ইন্টারভিউ মিস করেছেন তারা সেটা এখানে দেখে নিতে পারেন--

৫৫৪১ পঠিত ... ১১:৫৮, মার্চ ১৮, ২০১৭

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top