বরাপের দেশে থাকা বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বললেই কমছে গরম, বলছে গবেষণা

৪৩ পঠিত ... ১৭:১৩, এপ্রিল ২৫, ২০২৪

20 (9)

গরম কমাতে নানাবিধ চেষ্টা করলেও কোনোভাবেই গরমের হাত থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষ। তবে চলমান তীব্র এই হিটওয়েভের মাঝেই স্বস্তির খবর নিয়ে এসেছে Swish BORAP research centre (SBRC). সম্প্রতি এক কাল্পনিক গবেষণায় তারা প্রমাণ করেছেন যে গরমে বরাপের দেশে থাকা বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বললেই কমে যাচ্ছে আশপাশের গরম। শুধু তাই নয়, গরম কমার পাশাপাশি শীতল হাওয়াও বয়ে যাচ্ছে শরীরজুড়ে।  

বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে SBRCর সহ-সভাপতি কামরুজামান কামরুজ্জামান আমাদের সাথে ভিডিও কলে আসলেই আমাদের রুম জুড়ে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। পরে আমাদের সম্পাদক মহোদয়কে ভাই বলেন, শুধুমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রেই বিষয়টি ঘটবে এবং এর জন্য আলাদা করে কোন প্রযুক্তির প্রয়োজন হবে না। কারণ বাংলাদেশিদের ধর্মানুভূতির মতো যেকোনো অনুভূতিই ছোঁয়াচে। তাই বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বললে আশপাশে থাকা বরাপের দিকে তাকালে কিংবা বন্ধুর গায়ে তিন-চার লেয়ারের জ্যাকেট দেখলেই সে অনভূতি অটো শরীরে চলে আসে। একইভাবে শীতের দিনে মধ্যপ্রাচ্য প্রবাসী বন্ধুদের সাথে ভিডিও কলে কথা বললেও শরীর গরম হয়ে যাবে তবে কথা বলতে হবে। তবে সেক্ষেত্রে কথা বলতে হবে ইমো অ্যাপে।

SBRCর এমন আবিস্কার ছড়িয়ে পড়ার তাদের সাধুবাদ জানিয়েছে বিশ্বের বাঘা বাঘা সব বিজ্ঞানীরা, এমনকি কেউ কেউ সংগঠনটিকে নোবেল ছুড়ে মারারও দাবি জানায়। তবে এই প্রযুক্তি ব্যবহার করে শুধু বাংলাদেশিরা একা নয় অন্য দেশের নাগরিকরাও যাতে গ্লোবাল ওয়ার্মিংয়ের সময় টিকে থাকতে পারে তেমন একটা ব্যবস্থা করেছেন বিশ্বের নানা প্রান্তের নেতারা।

৪৩ পঠিত ... ১৭:১৩, এপ্রিল ২৫, ২০২৪

Top