গরমে কী রঙের কাপড় পরবেন?

৮০ পঠিত ... ১৬:৪৯, এপ্রিল ২৩, ২০২৪

18 (4)

লেখা: মোস্তফা কামাল পলাশ

তাপ-প্রবাহ তীব্রতা কমাতে পরিধেয় কাপড়ের রং নির্ধারণে হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন ভাইকে মডেল হিসাবে অনুসরণ করতে পারেন ।

আপনার শরীরে থাকা কাপড়ের রং-এর কারণে আপনার শরীর তাপ-প্রবাহ কম বা বেশি অনুভব করতে পারে। ফলে পরিধেয় কাপড়ের রং নির্ধারণে আপনিও হাজি সাইফুদ্দিন আহমেদ মিলনকে অনুসরণ করতে পারেন।

438707534_10229199064694171_7566843085791180673_n438716430_10229199064214159_7546108715673953469_n

 

শীতের দিনে বামের ছবির ড্রেস ও গরমের দিনে ডানের ছবির ড্রেস। কাপড়ের রং যত বেশি গাঢ় হবে সেই কাপড় তত বেশি তাপ শোষণ করবে ও আপনার শরীর তত বেশি গরম অনুভব করবে। ফলে দেশ-ব্যাপী চলমান এই তাপ-প্রবাহের সময় যথাসম্ভব গাড় রং এর কাপড় পরা থেকে বিরত থাকার চেষ্টা করুন। যত হালকা রং-এর কাপড় পরবেন তত কম গরম অনুভব করবেন। সম্ভব পুরো সাদা রং এর কাপড় পরিধান করুন। 

তাপ-প্রবাহের সময় ভুল করেও কালো রং-এর কাপড় পরে রোদের মধ্যে বাইরে বের হবেন না।  

৮০ পঠিত ... ১৬:৪৯, এপ্রিল ২৩, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top