অনেক অনেক দিন আগের কথা, মুরগিরা যখন উড়তে পারত

১৭৫৩ পঠিত ... ১৮:৩০, ডিসেম্বর ০১, ২০১৮

অনেক অনেক অনেক দিন আগের কথা। এত আগের কথা যে মুরগিরা তখন বনে থাকত। আর বনে থাকার পরে তাদের তখন আলাদা করে আর বন মুরগিও ডাকা হতো না। তারা তাদের সাধারণ মুরগি নাম নিয়েই খুশি ছিল!

আচ্ছা...
খুশি অবশ্য বেশি ছিল না। বনে বিস্তর লড়াই খাওয়া-দাওয়া নিয়ে। এই শকুন চলে আসে তো এই চিল এসে ছোঁ মারে তাদের ছানাদের। তো এসব হাউকাউ তো ছিলোই, নতুন হাউকাউ যুক্ত হয় শীতের দিনগুলোতে। বিদেশ থেকে আসে নানান পাখপাখালি। তারা এসে মাছ খায়, পোকা খায়, ধোকা খায়! এ সময় মনের দুখে মুরগিদের উড়ে বনে চলে যেতে ইচ্ছা করে। তখন তাদের মনে পড়ে যে তারা আসলে বনেই আছে! উড়ে তাদের কোথাও যাবার নেই!

আচ্ছা...
অনেক অনেক অনেক দিন আগে কিন্তু মুরগিরা উড়তে পারত। কিন্তু তাদের দুঃখ কিছু কমে না। খাওয়ার কষ্ট, বাঁচার কষ্ট... এত কষ্ট নিয়ে বেঁচে থাকা যায়! তারা কোরাস গায়--এত কষ্ট মেনে নেয়া যায় না.. মেনে নেয়া যায় না...

কিন্তু কোরাস গাইলেই তো আর চলে না। বাঁচার জন্য খাদ্য চাই, বস্ত্র চাই, ফেসবুক চাই। মুরগিদের কিছুই নাই!

কিন্তু মানুষের তো আছে!

মুরগিরা শলা করে কিছুদিন। তারপর কিছুদিন করে পরামর্শ। শেষে তারা ঠিক করে বনে থেকে কাজ নেই। বন তাদের কিছুই দেয় নি!

কিন্তু যাবে কোথায়?

আরো কিছু দিন শলা চলে, আরো কিছুদিন পরামর্শ। তারপর তারা ঠিক করে থাকতে হবে মানুষের সাথে!

মানুষেরা বোকা। এবং গাধা। এবং ফালতু টাইপ। ওদের কাছে আর যায় হোক খাদ্যের অভাব হবে না। একটা নতুন প্রজন্মের মুরগি বলল, তাছাড়া মানুষের আছে ফেসবুক!
প্রাজ্ঞ এক মুরগি বলল, মানুষের সাথেই আমাদের থাকা উচিত। ওদেরও দুই পা, আমাদেরও দুই পা!

নির্বাচন হয়ে গেল।

বোকা মানুষদের সাথে থাকতে এল মুরগিরা। মানুষেরা বলল, থাকো। অসুবিধা নাই। কিন্তু বদলায় আমরা কী পাবো?
মুরগিরা বলল, ডিম আছে না আমাদের, ডিম পারব আমরা, খাবে তোমরা!
মানুষেরা বলল, আইচ্ছা!

এরপর কত স্ট্যাটাস ভেসে গেছে ফেসবুকে। কত আন্দোলন কালি হয়ে মুখে চড়ে গেছে মানুষের। মুরগিরা এখন থাকে মানুষের সাথে। খাদ্যের অভাব নেই তাদের। তবে তাদের এখন শুধু ডিম দিলেই হয় না, দিতে হয় মাংশও!

কখন কোনদিন কাকে উঠিয়ে নিয়ে চলে যায় কে জানে! কাকে কোন দিন খেয়ে দেয় কেউ বলতে পারে না!

মানুষদের ওরা সরল আর বোকা ভেবেছিল। দুপেয়ে বলে ভেবেছিল নিজেদের লোক।

এখন আফসোস হয় মুরগিদের। খাদ্যই তো শেষ কথা না, ওরা যে উড়তেই ভুলে গেল আকাশে!

১৭৫৩ পঠিত ... ১৮:৩০, ডিসেম্বর ০১, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top