যে হাফ ডজন কারণে BTSকে হেইট করা বাধ্যতামূলক

১০৩২৬ পঠিত ... ২২:৪৮, নভেম্বর ৩০, ২০২০

BTS দক্ষিণ কোরিয়ার একটি বয় ব্যান্ড হলেও প্রায় সবসময়ই আমাদের দেশেও বিটিএস নিয়ে চলে আলোচনা-সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় বিটিএস-যুদ্ধে নিয়মিতই মুখোমুখি হতে দেখা যায় বিটিএসের একনিষ্ঠ ভক্ত কিংবা একনিষ্ঠ হেটারদের।
সম্প্রতি হঠাৎ eআরকির সাথে দেখা ময়মনসিংহের চরম এক বিটিএস হেটার নাজমুস সাকিবের সাথে। প্রশ্ন করা হলো, 'বিটিএসকে এত শক্তভাবে ঘৃণা করার কারণ কী? কয়টি গান শুনেছেন?'

নাজমুস সাকিব জানালেন 'গান হুনতাম ক্যারে? গান হুনছি না। সেরিদের(মেয়েদের) মতো নাইচ্যা গান গায়, দেখতেও সেরিদের লাহান ধলা (ফর্সা), এইত্ত্যা গান না অন্যকিছু?'
গান না শুনেই ঘৃণা করা ঠিক কিনা এমন প্রশ্নে নাজমুছ সাকিব জানালেন, 'আমার অত সময় নাই কতা কওনের। খাইতে যায়াম। থাহুইন আপনেরা (থাকেন আপনারা)'...

নাজমুছ সাকিবের কাছ থেকে উত্তর না পেলেও আমরা খুঁজে পেয়েছি কিছু যুক্তিসঙ্গত কারণ, যার জন্য বিটিএসকে নিয়ে আপনি হাসি-ঠাট্টা বা ঘৃণা করতে পারেন:

 

১# আপনার প্রেমিকা বিটিএসকে ভালোবাসে। এই ভালোবাসা আর অবসেশনের পরিমাণ এতই বেশি আপনার জন্য বরাদ্দ সময়ও যায় বিটিএসের কাছে। এজন্য আপনি বিটিএস হেটার-সমালোচক হতে পারেন।

২# আপনার আর্মিতে যাওয়ার ইচ্ছা ছিলো, কিন্তু রেড কার্ড পেয়ে ISSB থেকে ফেরত আসছেন। আপনি যখনই জানলেন যে বিটিএসের ফ্যানদেরকে BTS ARMY বলে, তখন থেকেই বিটিএসের প্রতি আপনার ক্ষোভ! (এই ARMY-র পূর্ণরূপ Adorable Representative M.C for Youth)

৩# আপনার আইকিউ দশের কোটায় হলেও বিটিএসের দলনেতা RM এর আইকিউ ১৪৮। আপনি তার প্রতি ঈর্ষান্বিত হয়ে অবশ্যই বিটিএসের প্রতি ঘৃণা ছড়ানোর দাবি রাখেন।

৪# আপনি অনেকদিন ধরে দক্ষিণ কোরিয়া যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোমতেই ভিসা প্রসেসিং হচ্ছে না। (কিংবা আপনার যাওয়ার টাকা পয়সাও নাই)

৫# আপনার পছন্দের শিল্পী গানের পাখি মাহফুজুর রহমান। এছাড়াও হিরো আলম- রানু মন্ডলের গানের সাথে সানাইয়ের নাচও আপনার প্রিয় বিনোদন। এত শিল্পমনা ব্যক্তিত্বের কাছে বিটিএসের কুখাদ্য গান ভালো না লাগাটাই স্বাভাবিক!

৬# আপনি বিটিএস ব্যান্ডের গায়কদের গায়ের রঙ, মেয়েলিপনা কিংবা চুলের রং নিয়ে মশকরা করার পূর্ণ অধিকার রাখেন, কারণ রেসিজমের এখন অফ সিজন চলে। আবার যখন সোশ্যাল মিডিয়াতে #standagainstracism চলবে তখন বড় বড় পোস্ট দিয়ে লাইক কমেন্টস পাওয়া যাবে। আপাতত হাসি তামাশা করতেই পারেন...

১০৩২৬ পঠিত ... ২২:৪৮, নভেম্বর ৩০, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top