মেসির বার্সা ছেড়ে যাওয়া নিয়ে আগামী কয়েকদিন যেমন ধারাবাহিক আপডেট দেখবেন

৮০৩ পঠিত ... ১৬:২২, আগস্ট ২৭, ২০২০

বার্সা ছেড়ে যাচ্ছেন মেসি, এই খবর জানে না এমন কেউ হয়তো এখন পৃথিবীতে নেই। তবে খবরে জানতে হচ্ছে আরও নানান কিছু। মেসির বার্সা ছাড়ার প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে বিভিন্ন মিডিয়া। মেসি ঢোক গিললেও নিউজ, চুপ থাকলেও নিউজ, পানি খাইলেও নিউজ। মেসির বার্সা বিচ্ছেদের আপডেট হিসেবে আগামী কয়েকদিন যদি নিচের ৫টি খবরের মতো 'আপডেট' পান, অবাক হবেন না।


১# রাত চারটা পর্যন্ত জেগে ছিলেন মেসি, বার্সার কথাই কি ভাবছিলেন?

বার্সা ছাড়ার ঘোষণা দিলেন একদিন আগেই। তার পরের রাতেই তাকে দেখা গেলো রাত ৪টা পর্যন্ত অনলাইন। তবে কি এই গ্রহের সেরা ফুটবলার প্রিয় ক্লাব ছেড়ে যাওয়ার বিরহেই কাটিয়েছেন একটি বিনিদ্র রজনী? নাকি গ্যালারিতে থাকা ড্রেসিংরুমে তোলা সেলফিগুলো দেখতে দেখতেই রাতভর তার চোখ বেয়ে গড়িয়েছে অঝোরে অশ্রু?
মেসির স্ত্রী অবশ্য জানালেন, তার বার্সা ছাড়া নিয়ে অনলাইনে ভাইরাল হওয়া মিমগুলো দেখে রাতে খুব হেসেছিলেন। আর সেজন্যই নাকি এমন নিশাচর হয়ে ওঠা।

 

২# গার্দিওলার মেসেজ সিন করলেন না মেসি

বার্সা ছেড়ে কোথায় পাড়ি জমাবেন মেসি? সবাই আঙুল তাক করেছেন ম্যান সিটির দিকেই। অথচ এমন মুহূর্তে প্রিয় পুরোনো কোচের মেসেজ সিন করলেন না মেসি। জানা গেছে, গত তিনদিন গার্দিওলা মেসেঞ্জার হোয়াটস্যাপ তো বটেই, ইমোতেও নক দিয়েছেন মেসিকে। এর মধ্যে 'প্রেস কনফারেন্স কবে ডাকবা' গার্দিওলার এই মেসেজটি মেসি একবার সিনও করেন, তবে কোনো রিপ্লাই দেননি। অতঃপর গত দুদিন ধরেই গার্দিওলার মেসেজকে অপাংক্তেয় করে রেখেছেন ফুটবলের এই জাদুকর। সেই সাথে হয়তো মেসির ম্যানচেস্টার যাত্রাও অনিশ্চিত হয়ে পড়লো।
তবে গার্দিওলা বলছেন, মেসি মাঝেমধ্যেই মেসেন আনসিন করে রেখে দেন, এই নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নেই।


৩# দুদিনে ম্যান সিটি লিখে গুগলে চারবার সার্চ করেছেন মেসি, জানালো এফবিআই

মেসি বার্সা ছাড়ছেন, তা এখন জানে গোটা বিশ্ব। কিন্তু কোন ক্লাবে পড়বে ফুটবল জাদুকরের পায়ের ছাপ, এখনও নিশ্চিত নয় কেউই। ম্যান সিটির কথা জোরেশোরে শোনা গেলেও পিএসজি, ম্যান ইউ, ইন্টার মিলানসহ বাঘা বাঘা ক্লাবগুলো মেসিকে দলে টানতে মরিয়া। তবে এফবিআই কর্মকর্তা জানালেন, ম্যান সিটির দিকেই ঝুঁকে আছেন মেসি। গুগল থেকে পাওয়া ডাটার কথা উল্লেখ করে তিনি জানান, গত দুদিনে চারবার ম্যান সিটি লিখে সার্চ দিয়েছেন মেসি। দুবার সার্চ দিয়েছেন 'রোনালদো অল পেনাল্টি মিস' লিখে, একবার সার্চ করেছেন 'হাইয়েস্ট ট্রান্সফার রেট ইন হিস্টোরি।'
তবে সবচেয়ে বেশি (৮ বার) তিনি সার্চ দিয়েছেন '8 or more goals against real madrid'.

 

৪# ন্যু ক্যাম্প থেকে কাপড়চোপড় গুছিয়ে নিলেও টুথব্রাশ নিতে ভুলে গেলেন মেসি

সেই শৈশব থেকে কাটিয়েছেন দুই দশকেরও বেশি সময়। কৈশোরে এই মাঠেই দৌড়ঝাঁপ, সেখানেই হয়ে ওঠা মহাতারকা। কত স্মৃতিই না জড়িয়ে আছে ন্যু ক্যাম্পে বিশ্বফুটবলের সবচেয়ে বড় তারকার। সেই প্রিয় প্রাঙ্গন থেকে যাওয়ার সময় জার্সি-শর্টস, চিরুনি, রেজার সবই গুছিয়ে নিলেন। তবে ফুটবল বিধাতার মর্জিও বোঝা দায়, আর কিছু না ভুললেও তিনি ভুলে ফেলে গেলেন নিজের টুথব্রাশ। নাকি ইচ্ছে করেই ফেলে গেলেন, প্রিয় এই ড্রেসিংরুমে রেখে গেলেন নিজের একটি স্মৃতিচিহ্ন?
তবে মেসির স্ত্রী রোকুজ্জো জানান, কোথাও গেলেই সবসময় ফেরার সময় টুথব্রাশ ফেলে আসেন সাবেক এই বার্সা তারকা। এজন্য তিনি সব জায়গায় এক্সট্রা আরেকটি টুথব্রাশ দিয়ে পাঠান মেসিকে। যদিও জেরার্ড পিকে বলেন, মেসি আসলে দুটো টুথব্রাশই ফেলে গেছেন।


৫# বার্সা ছাড়ার পরও বার্সার চাবির রিং ব্যবহার করছেন মেসি

দুই দশকের সম্পর্ক, এত সহজে কি নিজের থেকে আলাদা করা যায়? বার্সার জার্সি হয়তো পরবেন না, অনুশীলন করবেন না কখনোই আর ন্যু ক্যাম্পের মাঠে। তবু নিজের জীবন থেকে বার্সার সব স্মৃতি মুছে ফেলতে পারেননি তিনি। গতকাল সন্ধ্যায় ইন্সটায় পোস্ট করা মেসির একটি ছবিতে দেখা যায়, টেবিলের উপর রয়েছে একটি চাবির রিং। চাবিটা কিসের তা বোঝা না গেলেও, চাবির রিংটি যে বার্সেলোনার, ছবিতে তা বোঝা যাচ্ছে একেবারে পরিষ্কার ভাবেই!
তবে কমেন্টে এ বিষয়ে একজন প্রশ্ন করলে তিনি রিপ্লাইয়ে জানান, ওটা বার্সার অরিজিনাল চাবির রিং নয়। ঢাকার নিউমার্কেটে যেসব বার্সার জার্সি-রঙওয়ালা বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, এটা তেমনই কিছু।

৮০৩ পঠিত ... ১৬:২২, আগস্ট ২৭, ২০২০

আরও

 

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top