নিজেই ডিম পাড়ছেন মোহাম্মদপুরের মামুন

১৬৪ পঠিত ... ১৪:৪৭, আগস্ট ১২, ২০২৩

Nijei-dim-parche

ইচ্ছা থাকলে কী না হয়! বিশেষ করে মানুষের অসাধ্য আসলে কিছুই নেই। এই কথাটাই নতুন করে যেন প্রমাণ করলেন মোহাম্মদপুরের কাটাসুরের মামুন সাহেব। ডিমের ক্রমাগত দাম বাড়ায় জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল তার। গত কয়েকদিন ধরেই অফিস ছুটি নিয়ে বাসার চিলেকোঠায় দরজা বন্ধ করে কী সব খুটখাট করছিলেন তিনি। আজ সকালে তার ‘ইউরেকা, ইউরেকা’ চিৎকার শুনে বাড়ির সবাই গিয়ে দেখে দুটি প্রমাণ সাইজের ডিম পেড়ে ফেলেছেন তিনি।

এ ব্যাপারে মামুন সাহেব আমাদের নিজস্ব সংবাদদাতাকে বলেন, ‘ডিমের ডজন যখন ১৪০ টাকা থেকে লাফ দিয়ে ১৬৫ টাকায় উঠে গেল, তখনই ঠিক করেছি হয় নিজে ডিম পাড়ব, নাহলে ডিমই খাব না। মূল জিনিসটা হলো খাবার। কয়েকদিন মুরগির মত খুদ-কুঁড়া খেয়েছি, সামান্য কয়েকটা কেঁচোও খেতে হয়েছে।‘

ডিম পাড়তে কষ্ট হয়েছে কিনা জিজ্ঞেস করায় মামুন সাহেব বলেন, ‘কষ্ট তো অবশ্যই হয়েছে! মুরগির প্রতিই বলতে পারেন দৃষ্টিভঙ্গী অনেকটা পালটে গিয়েছে। এত সাধনার একেকটা ডিম, মানুষের উচিৎ এই ডিমের ডজন হাজার টাকায় বিক্রি করা।‘

অন্য এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মামুন সাহেব বলেন, ‘ডিবি অফিসের কয়েদীদের কী যন্ত্রনার মধ্য দিয়ে যেতে হয়, আমি তা এখন বুঝতে পারছি। এখন থেকে আমার চেষ্টা থাকবে ছোট ছোট ডিম পাড়া।‘ ‘কেন ছোট ডিম পাড়বেন’ এই প্রশ্নের জবাবে মামুন সাহেব বলেন, ‘বুঝেনই তো!’

ইতিমধ্যেই মামুন সাহেবের ডিম পাড়া নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। ক্রেতাদের লাইন লেগেছে মামুন সাহেবের বাসায়। তবে তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে রেখেছেন, নিজের পরিবারে ডিমের চাহিদা মিটলেই তিনি চিন্তা করবেন বাণিজ্যিক উৎপাদনের। তার আগে নয়।

১৬৪ পঠিত ... ১৪:৪৭, আগস্ট ১২, ২০২৩

Top