নতুন ভিসা পলিসি এড়াতে নির্বাচনের আগেই আমেরিকা চলে গেলেন লিওনেল মেসি

২১৪ পঠিত ... ১৭:৫৩, জুন ০৮, ২০২৩

Messi-america

পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। ইউরোপিয়ান ফুটবলের এই সর্বকালের সেরাকে আর দেখা যাবে না ইউরোপিয়ান ফুটবলে। কিন্তু হুট করে কেন এমন সিদ্ধান্ত? কেন স্পেন, ইংল্যান্ড কিংবা জার্মানি নয়? কেন আমেরিকা? এমন গুঞ্জন উঠেছে চারপাশ থেকে। 

 

মেসি জানিয়েছেন, ‘আমেরিকান নতুন ভিসা পলিসি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেজন্য দলবদলও করছেন নির্বাচনের আগেই।‘

বিষয়টি নিয়ে কথা বলতে গেলে লিওনেল মেসি বলেন, ‘অনেকদিনের শখ আমেরিকা যাবো। বউ-বাচ্চারাও যেতে চায়। সেজন্য আগে আগে চলে যাওয়ার সিদ্ধান্ত। সামনে নির্বাচন। কী না কী হয়! বলা যায় না। পরে যদি আর ভিসা না পাই! ভোট দিতে না পারার শোক না হয় সামলিয়ে ফেলবো, কিন্তু আমেরিকা যেতে না পারার শোক কী দিয়ে সামলাবো?’

আমেরিকায় গিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী? জানতে চাইলে মেসি বলেন, ‘আগে ফুটবল খেলতাম, এখন থেকে সকার খেলবো।‘

নতুন ভিসা পলিসি ঘোষণার পরপরই আমেরিকা যাওয়ার জন্য উদগ্রীব হয়ে যান মেসি। আমেরিকা ছাড়া তেমন কোনো বিকল্পও বের করতে পারেননি এই ফুটবল কিংবদন্তি। মেসি বলেন, ‘আমাগো তো শেষ ভরসা আমেরিকা। বেগমপাড়ায় তো আর আমার ঘরবাড়ি নাই।‘

২১৪ পঠিত ... ১৭:৫৩, জুন ০৮, ২০২৩

Top