ছেড়েই যদি দিবি তাহলে মাহফুজুরকে গান শিখাইলি কেন: ভক্তদের আহাজারি

১৫১৩ পঠিত ... ১৫:৩৬, সেপ্টেম্বর ২১, ২০২১

গানের পাখি মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী ইভা রহমান ছিলেন গান ও বিনোদনের জগতে পরিচিত মুখ (এবং কন্ঠ)। প্রায়ই একটি নির্দিষ্ট চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের গান গাইতে দেখা যেত। তবে সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়েছে তাদের।
ইভা রহমান বিয়ে করেছেন ব্যবসায়ী সোহেল আরমানকে। সমকালকে এই সংবাদ নিশ্চিত করে ইভা বলেন, 'আমার নামের শেষে আর রহমান বলবেন না। আমি এখন থেকে ইভা আরমান...’

cherei-jodi-jabi

এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভক্তকূলের ভেতর। মো. নাজিম উদ্দিন নামের এক ভক্ত সুর করে কাঁদতে কাঁদতে মাতম করে বলেন, 'ছেড়েই যদি দিবি, তাইলে মাহফুজুর রহমান স্যারকে গান শিখাইলি ক্যান? ক্যান? নিজে তো বাঁইচা গেলি, স্যাররেও বাঁচাইলি! এখন আমাদের কে বাঁচাবে...'

এক ভক্ত বিশাল টান দিয়ে 'ওওওওও আচ্ছাআআআ' বলে এরপর বলেন, 'ঘুমাতে পারিনা সারা রাত ধরে, বুকের ভেতর হাহাকার করে... এই গান তো তাইলে ইভাকে উদ্দেশ্য করেই গেয়েছেন মাহফুজুর রহমান।' জানা যায়, আরেক ভক্ত মাহফুজুর রহমানের জন্যও মেয়ে খুঁজছেন। তবে কানে কম শোনা মেয়ে অগ্রাধিকার পাবে বলে জানান তিনি। মিলন নামের এক ভক্ত চোখের পানি মুছে মাহফুজের উদ্দেশে বলেন, 'স্যার, মন শক্ত করেন। গানের মধ্যে ডুবে থাকেন প্লিজ।'

রাকিব আল হাসান নামের এক পাগল ভক্ত জানিয়েছেন, 'বিরহ যেকোনো সৃজনশীল মানুষকে আরো বেশি ঋদ্ধ করে৷ মাহফুজুর রহমানের গান এখন আরো বেশি ধারালো হবে। দুই ঈদ নয়, ভক্তরা এবার প্রতিদিনই উনার গানের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন বলে আশা করি।'

এদিকে স্বপ্না নামের এক তরুণী ইভা রহমানের প্রতি বিদ্বেষ পোষণ করে বলেন, 'মাহফুজ স্যার এত সুন্দর সুন্দর গান গেয়েও তাকে রাখতে পারলেন না! এটা তো অবিশ্বাস্য ব্যাপার। যে কোনও মেয়ে এমন গান শুনলে পটে যাবে...'
এ পর্যায়ে তিনি মাহফুজুর রহমানের একটি গান গুনগুন করে গেয়ে লাজুকভাবে হাসেন।

এক ভক্ত বলেন, 'দুজনের জন্যই খারাপ লাগছে। দুজন মানে ইভা আর মাহফুজের নেক্সট পরবর্তী হাজবেন্ড-ওয়াইফ...'

অনেকে আশঙ্কা করছেন, ইভা রহমানের নতুন স্বামীও হয়তো ইভার একক গান প্রকাশের জন্য আরেকটি চ্যানেল খুলতে পারেন। তবে ভবিষ্যতে চারজন মিলে গান গাওয়া শুরু করলে (ইভা-মাহফুজের নতুন স্বামী/স্ত্রীসহ) কী ভয়ংকর অবস্থার সৃষ্টি হবে, তা ভেবে কানে দেয়ার জন্য কয়েকজন ভক্তকে অগ্রিম তুলা কিনতেও দেখা যায়।

১৫১৩ পঠিত ... ১৫:৩৬, সেপ্টেম্বর ২১, ২০২১

Top