সোহরাওয়ার্দী উদ্যানের সব গাছ কেটে মরুভূমি বানিয়ে পিরামিড তৈরির প্রস্তাব

১৬২৪ পঠিত ... ১৪:৫০, মে ০৫, ২০২১

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রেস্তোরাঁ ও রাস্তা (ওয়াকওয়ে) নির্মাণের জন্য কেটে ফেলা হচ্ছে ৫০ বছরেরও বেশি পুরানো সব গাছ। যার ফলে একদিকে আশ্রয় হারাচ্ছে পশু-পাখি। জনজীবনেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। উদ্যানটিতে ঢুকলেই দেখা মেলে মাটি আঁকড়ে পড়ে থাকা কাটা গাছের গুঁড়ি আর কাটার জন্য চিহ্নিত করা গগণচুম্বী সব গাছ। গত ১০-১৫ দিনে গণপূর্ত অধিদফতরের আওতায় এখানকার প্রায় শতাধিক গাছ কাটা হয়েছে বলে জানালেন প্রত্যক্ষদর্শীরা। খবর: সময় নিউজ।

তবে উন্নয়নমুখী কিছু নগর পরিকল্পনাবিদ জানিয়েছেন আরও লাভজনক প্রস্তাব। শুধু রেস্টুরেন্ট নির্মাণের জন্য কিছু গাছ না কেটে বরং সব গাছ কেটে ফেলে উদ্যানকে মরুদ্যান বানিয়ে ফেলা হোক। উদ্যানের মাঝামাঝি জায়গায় একটি পিরামিড নির্মাণেরও পরামর্শ দেন কিছু বিশেষজ্ঞ।

বিশেষজ্ঞদের একজন একটি ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধি ও নিম্নমুখী প্রাকৃতিক ভারসাম্যের চার্ট দেখিয়ে বলেন, 'যেখানে উদ্যানটাকে টোটাল ট্যুরিস্ট প্লেস বানিয়ে ফেলার সুযোগ রয়েছে, সেখানে শুধু রেস্টুরেন্ট করা রিয়ালি ওয়েস্টেজ অফ রিসোর্স। আবহাওয়ার প্রতিকূল অবস্থায় ঢাকা এখন প্রায় মরুভূমি। সেই সঙ্গে এই উদ্যানের সব গাছ কেটে ফেললে আলাদাভাবে বালুও ফেলতে হবে না, জায়গাটা এমনিতেই মরুভূমি হয়ে যাবে। জাস্ট একটা পিরামিড বানালেই দেখবেন, বাংলার পিরামিডের জনপ্রিয়তা বাংলার তাজমহলকেও ছাড়িয়ে যাবে।'

sohrawardi-moruddan

ঢাকার মরুভূমির মত আবহাওয়া ট্যুরিস্টদের একদম রিয়াল ফিল দেবে, এমন মতামত জানিয়ে তিনি আরও বলেন, 'ছবির হাটের জায়গাটায় কিছু উট ভাড়া নেয়ার ব্যবস্থা রেখে উটস্ট্যান্ড করা যেতে পারে। উট ভাড়া করে মরুদ্যানে ঢুকতে হবে। সাধ্যের মধ্যে সবটুকু সুখ, ঘরের কাছেই মিডল ইস্ট। চিন্তা করেন, এত এত ট্যুরিস্ট যদি আসে, তাহলে রেস্টুরেন্টেরও কত ব্যবসা হবে! একটা না, দশটা রেস্টুরেন্ট দিলেও লস নাই।'

পিরামিডগুলোর ভেতরে কী রাখা হবে, আমাদের অতি-অনুসন্ধিৎসু সাংবাদিক এমন প্রশ্ন করলে বিশেষজ্ঞ জানান, 'পিরামিডের মধ্যে তো ফারাওদের মৃতদেহ রাখা হতো বলে প্রচলিত আছে। মনে করেন এই পিরামিডের মধ্যে থাকবে সবুজ শহরের মৃতদেহ।'

এছাড়া এই প্রজেক্টে যত টাকা দুর্নীতি-লুটপাট হবে সেই অর্থসম্পদও সোহরাওয়ার্দী মরুদ্যানের প্রস্তাবিত পিরামিডে রাখার ব্যাপারে সাজেস্ট করেন তিনি।

১৬২৪ পঠিত ... ১৪:৫০, মে ০৫, ২০২১

Top