বিশ্ব জলবায়ুর অবনতি আর খরার তাণ্ডবে যখন আফ্রিকা থেকে আরব পর্যন্ত চাষাবাদ ধ্বংসের মুখে, তখনই উজ্জ্বল আশার আলো হয়ে উদিত হলেন—বাংলাদেশের বিএনপি নেতারা! না, তারা জাতিসংঘে পানি সরবরাহ প্রকল্প নিচ্ছেন না, বরং তাদের বিশেষ ‘জৈব স্কিল’ এখন আন্তর্জাতিক চাহিদার শীর্ষে। সবকিছুর শুরু একটি নিরীহ রাজনৈতিক বক্তব্য দিয়ে। এনসিপির এক নেতার মন্তব্যের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গর্জে ওঠেন, ‘বিএনপি নেতারা যদি একত্রে মূত্র বিসর্জন করেন, তাহলে এর তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা!’
এই ঘোষণা শুনেই মরুভূমির বালুরাশিতে খুশির হাওয়া। সৌদি আরব, সোমালিয়া, নামিবিয়া থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার খরাপ্রবণ এলাকাগুলোতে পর্যন্ত হঠাৎ করেই ‘বিএনপি ফ্লুইড ফোর্স’-এর চাহিদা চরমে। জাতিসংঘ ইতিমধ্যে ‘Political Urine for Agricultural Revival’ (PUAR) নামে একটি বিশেষ কমিটি গঠন করেছে। বিএনপির নেতাকর্মীদের একত্রে দাঁড় করিয়ে পানির অভাব পূরণের এই পদ্ধতি এখন ‘Alternative Irrigation Model’ নামে নোবেল শান্তি পুরস্কারের দৌড়েও আছে বলে জানা গিয়েছে।
এদিকে দেশে এই খবরে নতুন চাকরির বাজার তৈরি হয়েছে। ‘সেচ কনসালটেন্ট (বিএনপি স্পেশালিস্ট)’ নামের নতুন পদের জন্য আবেদন নিচ্ছে জনপ্রিয় চাকরি সাইটগুলো। একজন তরুণ কর্মী জানান, আগে ভাবতাম পলিটিক্সে ভবিষ্যৎ নেই। এখন বুঝছি, বিএনপিতে জয়েন করলেই মরুভূমি রক্ষা করতে পারব। বাবা বলছে—তুই দেশ বাঁচাচ্ছিস, পানি দিচ্ছিস! বাংলাদেশ সরকার যদিও এখনও বিষয়টি নিয়ে নিশ্চুপ, তবে অদূর ভবিষ্যতে যদি দেখা যায় বিদেশি মাটিতে ‘বিএনপি ইউরিন স্টেশন’ স্থাপন হচ্ছে—তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।