দেশে ফিরতে চান টিক্কা খান, দিতে চান ডিগবাজি

৮৫ পঠিত ... ১৬:৫২, মে ২০, ২০২৫

8

ডিগবাজি বাংলাদেশি রাজনীতিকদের প্রিয় খেলা হলেও এই খেলার অন্যতম রঙিন খেলোয়াড়, স্বঘোষিত ডিগবাজির আইকন—জায়েদ খান। শেখ হাসিনার পতনের পর দেশের বাইরে অবস্থান করা জায়েদ খান এখন ফিরতে চান দেশের মাটিতে। কারণ? তিনি টিক্কা খান! সত্যি সত্যি নয় তবে পর্দার টিক্কা খান।

সদ্য প্রবাস থেকে ফেক এক ভিডিওবার্তায় তিনি বলেন, আমি শুধু চরিত্রে অভিনয় করিনি, চরিত্রটাই ধারণ করেছি। এমনকি চরিত্রটিতে এতটাই ডুবে গিয়েছিলাম যে নিজেকেই এখন আদর্শ টিক্কা খান মনে হচ্ছে। দেশের মাটিতে ফিরে যাওয়ার সময় হয়েছে—ডিগবাজির পূর্ণতা দিতে হবে!

ফেক একটি অ্যাকাউন্ট থেকে ফেসবুক লাইভে তিনি জানান, দেশে ফিরেই একটি জমকালো ডিগবাজি উৎসবের আয়োজন করবেন, যেখানে প্রবেশমূল্য ফ্রি থাকবে। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এখন হিসাব কষছেন, এই টিক্কা খান কোথায় নাম লেখাবেন? কেউ বলছেন জাতীয় পার্টি হতে পারে নিরাপদ গন্তব্য। আবার অনেকে চাইছেন, ‘ডিগবাজি ফ্রন্ট’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করুক জায়েদ খান নিজেই। জায়েদ খান অবশ্য আশ্বস্ত করেছেন, তিনি যেই দলেই যান না কেন, আন্তরিকভাবে ডিগবাজি দিয়ে দেশ ও জাতির সেবা করবেন।

 

৮৫ পঠিত ... ১৬:৫২, মে ২০, ২০২৫

Top