শাওমির নতুন লোগোর গাণিতিক ব্যাখ্যা বোঝাতে স্পেশাল ক্লাস নেবে উদ্ভাসের তুখোড় ব্যাচ

৩৩২৬ পঠিত ... ১৫:৪৩, এপ্রিল ০১, ২০২১

৩ বছর সময় নিয়ে ৩ লাখ ডলার ব্যয়ে শাওমির নতুন লোগো করেছেন জাপানি ডিজাইনার কেনিয়া হারা। আপাতদৃষ্টিতে পূর্বের স্কয়ার শেপের পরিবর্তে ওভাল শেপের লোগোটিকে অনেক সহজ ও সাধারণ পরিবর্তন মনে হলেও এই ডিজাইনের পেছনে রয়েছে রকেট সাইন্স ধরনের একটি জটিল গানিতিক ব্যাখ্যা (আমরা কিছু বুঝি নাই)। এত টাকা ব্যয়ে এই সাধারণ লোগোটিকে গ্রহণ করতে নারাজ বাংলাদেশিদের জন্য অনেকেই লোগোর বিভিন্ন গাণিতিক ব্যাখ্যা বোঝানোর চেষ্টা করছেন। 

Udvash

এরই প্রেক্ষিতে জটিল গাণিতিক সমীকরণটিকে সহজভাবে ব্যাখ্যা করতে উদ্ভাসের তুখোড় ব্যাচ বুয়েটের ভাইয়া কর্তৃক একটি স্পেশাল কোর্সের আয়োজন করেছে। নিজেদের একটি ফেক ফেসবুক পেজ থেকে কোর্সটির কথা জানান তারা। কোর্সটির আওতায় অন্য একটি ক্রাশ কোর্সের মাধ্যমে এই সমীকরণটিকে গ্লাসে গুলিয়ে খাইয়ে দেয়া হবে বলেও জানা যায়। উদ্ভাসের দেখাদেখি অতিদ্রুত টেন মিনিট স্কুলও এমন কোর্স চালু করতে পারে বলে একটি ভূয়া সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। 

কোর্সটি সম্পর্কে জানাতে গিয়ে উদ্ভাসের এক বুয়েটিয়ান ভাইয়া বলেন, ‘বুয়েটের অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে নোয়াখালীর চরকানিয়া ডিগ্রি কলেজের পাস কোর্স পরীক্ষার জন্যও এটা গুরুত্বপূর্ণ। বিসিএস প্রিলিতেও এটা আসতে পারে।’ এক পর্যায়ে সাইডে নিয়ে গিয়ে তিনি আমাদের প্রতিনিধিকে বলেন, ‘বাসায় গিয়ে প্রাইভেটেও বুঝাবো আমি, কেউ থাকলে বইলেন, আপনাকে টেন পার্সেন্ট কমিশন দিচ্ছি।’

xiaomi-logo-gol

মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এই কোর্সটি অবশ্যই করে রাখা উচিত বলেও নিজেদের ফেক আইডি থেকে জানান টেন মিনিট স্কুল। যারা যারা করতে চায় তাদের জন্য আধাঘন্টার একটা প্রো-ক্রাশ কোর্স প্রস্তুত করেছেন বলেও ঘোষণা দেন তারা। 

শিক্ষা শুধু পরীক্ষায় পাশ করার জন্য না, বরং প্রাত্যহিক জীবনের জন্যই শিক্ষা- এমনটা উল্লেখ করে সাইফুর্সের এক বুয়েটিয়ান ভাইয়া বলেন, ‘বন্ধুদের আড্ডা, জুনিয়দের কাছে নিজেকে কাবিল প্রমাণিত করাসহ আরো একশ একটি কারণে এই কোর্সটি আপামর জনসাধারণেরও করা উচিত। এই কোর্সকে হেলাফেলা করবেন না। একজন এই কোর্স করবে না বলে মনস্থির করায় তার আমেরিকান ভিসা ক্যানসেল হয়ে গেছে। অন্যদিকে কোর্সের জন্য ৫০% টাকা জমা দেয়ায় একজনের মঙ্গলের ভিসা কনফার্ম হয়ে গেছে।’ 

৩৩২৬ পঠিত ... ১৫:৪৩, এপ্রিল ০১, ২০২১

Top