বাংলাদেশে জুম ইন্সটলের কাজ নিচ্ছেন জুমের মালিক ইরিক ইয়ুয়ান

৮২৪ পঠিত ... ১৯:১৯, জুলাই ১২, ২০২০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সম্প্রতি জুম অ্যাপে মিটিং বাবদ ১ কোটি ৩৮ লক্ষ টাকা খরচ করেছে। এই প্রতিষ্ঠানটি মূলত সরকারি কেনাকাটা ও দাপ্তরিক নানাবিধ কাজে অতিরিক্ত খরচ না হওয়ার বিষয়টি দেখে থাকে। করোনাকালীন পরিস্থিতিতে এই কাজটি করতে গিয়েই শুধু জুম মিটিং বাবদ তারা এই টাকাটি খরচ করে।

ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ছাপা হওয়া প্রতিবেদনটি দেখামাত্র আমাদেরকে জুমে ভিডিও কল দেন জুম ভিডিও কমিউনিকেশন্সের মালিক ইরিক ইয়ুয়ান। উচ্ছ্বসিত অবস্থায় ভুলে ভিডিও অন না করেই বলে ওঠেন, 'ভাই আপনারা কি সরকারি ওই যে মূল্যায়ন বিভাগ না কি যেন, ওদের ফেসবুক পেজের লিংক দিতে পারবেন? উনাদের সাথে একটা জুম মিটিং করতে চাই।'

অতঃপর তিনি ভিডিও অন করলে আমরা দেখতে পাই, আফ্রিকান-কানাডিয়ান বোরজাফ ইয়ানকির মতো তিনি ভাঙা বাংলায় 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...' বলার চেষ্টা করছেন।

নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, 'এত বড় কোম্পানি চালাই। কিন্তু এতদিনে পুরা কোম্পানির সবাই মিলে মিটিং করেও খাতা- কলম আর স্টেশনারি আইটেম বাবদ দেড় লাখ টাকা খরচ হয় নাই। অথচ এই ডিপার্টমেন্টে একেকজনের খাতা-কলম খরচই এত। নিউজে দেখলাম, জুম অ্যাপ ডাউনলোড, লিংক ক্রিয়েট করে মিটিং অ্যারেঞ্জ করে দেয়ার জন্য একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ১৪ লাখ ৪০ হাজার টাকা। এদিকে আমি ফ্রি অ্যাপ দিয়ে রাখছি পুরা দুনিয়ারে। কোনো মানে হয়?'

এ পর্যায়ে ইরিক হালকা হতাশ হয়ে কিছুক্ষণ ভিডিও অফ করে রাখেন।

বাংলাদেশে এসে জুম অ্যাপ ডাউনলোড, লিংক ক্রিয়েট ও মিটিং এরেঞ্জ করার কাজ করতে চাই, এমনটা জানিয়ে তিনি বলেন, 'কোম্পানি বেচে দেবো। নিজের খেয়ে বনের জুম তাড়াতে আর চাই না। সব ছেড়ে বাংলাদেশে এসে জুম মিটিংয়ের লিংক ক্রিয়েট করার কাজ নিতে চাই। জিরো ইনভেস্টে দশগুণ ইনকাম।'

এই পর্যায়ে তিনি ইনবক্সে আমাদের ক্রমাগত জুম মিটিংয়ের লিংক দিতে থাকলে আমরা কলটি কেটে দিয়ে অন্য একটি জুম মিটিংয়ে ঢুকে পড়ি।

৮২৪ পঠিত ... ১৯:১৯, জুলাই ১২, ২০২০

Top