গানম্যানের বদলে মিমম্যান চাইলেন সাদিক কায়েম

১০ পঠিত ... ৩ ঘন্টা ৭ মিনিট আগে

রাজনীতিবিদদের নিরাপত্তা দিতে সম্প্রতি গানম্যান দেওয়ার নতুন এক উদ্যোগ নিয়েছে সরকার। কেউ কেউ এই সুযোগকে সাদরে গ্রহণ করলেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু ভিপি সাদিক কায়েম এই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। তবে নিরাপত্তা যে একেবারেই চান না তা নয়। গানম্যানের বদলে তিনি চান মিমম্যান।

অনির্ভরযোগ্য এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কায়েম ভাই যুক্তি দিয়েছেন, বন্দুক মানুষ মারে, মিম মারে ক্যারিয়ার। এছাড়া তিনি আরও জানিয়েছেন, বর্তমান রাজনীতিতে গুলির চেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে স্ক্রিনশট, ক্যাপশন আর ক্রপ করা ছবি। তাই এমন একজন মিমম্যান দরকার, যিনি ২৪ ঘণ্টা ফেসবুক, এক্স আর রেডিট পাহারা দেবেন এবং কোথাও সাদিক কায়েম সংক্রান্ত কোনো মিম দেখলেই সঙ্গে সঙ্গে রিপোর্ট মারবেন এবং মামলা করবেন। 

সূত্র বলছে, প্রস্তাবিত মিমম্যানের দায়িত্বের মধ্যে থাকবে,

  • সন্দেহজনক পেজ যারা কায়েম ভাইকে নিয়ে মিম বানাতে পারে সেগুলোতে আগাম রিপোর্ট মারা
  • কায়েম ভাইকে ভাইকে নিয়ে বানানো মিমে কমেন্টবক্সে কমেন্টযুদ্ধ করা
  • মাঝেমধ্যে মিমারদের বিরুদ্ধে মামলা দেওয়া

এদিকে সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। তিনি আরও বলেন, গানম্যান তো অনেক দিলাম, এবার মিমম্যানও ট্রাই করা যেতে পারে। দেশের ডিজিটাল নিরাপত্তা তো কম গুরুত্বপূর্ণ না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাদিক কায়েমের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। ভবিষ্যতে হয়তো দেখা যাবে—মন্ত্রীদের সঙ্গে গানম্যান, মিমম্যান আর ট্রলম্যান একসঙ্গে চলাফেরা করছে।

১০ পঠিত ... ৩ ঘন্টা ৭ মিনিট আগে

Top