টাইলস খুলে নিয়ে যাওয়ার ৩ মাসব্যাপী কোর্স শুরু হলো ঢাকা কলেজে

৭২ পঠিত ... ১৭:০৫, এপ্রিল ২৮, ২০২৫

7 (16)

নেমপ্লেট খুলে নেওয়ার যুগ পেরিয়ে এবার টাইলসের যুগ! সম্প্রতি সিটি কলেজ নেমপ্লেট বাঁচাতে পুরো দেয়ালের টাইলসে রঙ করে দেওয়ার পর চ্যালেঞ্জ বেড়ে গেছে—তাই সময়ের দাবি মেনে ঢাকা কলেজ চালু করল তিন মাসব্যাপী বিশেষ কোর্স:

টাইলস খুলে নেওয়ার মৌলিক প্রশিক্ষণ!

ঢাকা কলেজের এক সিনিয়র ছাত্রনেতা জানান, আগে তো নেমপ্লেট চোখে দেখে খুলে আনা যেত। এখন ওরা পুরো টাইলসেই রঙ করে ফেলেছে—কী খুলব, কিছুই বোঝা যাচ্ছে না। তাই টেকনিক্যাল স্কিল বাড়ানোর জন্য কোর্স আনতে হলো।

কোর্সের সিলেবাসে থাকবে:

  • ⁠ ⁠রঙের নিচে আসল টাইল চেনার কৌশল
  • ⁠ ⁠দ্রুত টাইলস ওপেনিং এবং ধরা না পড়ে সরে পড়ার ট্রেনিং
  • ⁠ ⁠শেষে থাকবে 'কীভাবে খুলেছি মনে নেই' এই বক্তব্য অনুশীলন

কোর্স সফলভাবে শেষ করলে সার্টিফিকেটসহ ফ্রি-হাতুড়ি ও স্ক্রু-ড্রাইভার সেট উপহার দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

এদিকে সিটি কলেজ কর্তৃপক্ষ জানায়, আমরা ভবিষ্যতে পুরো কলেজ বিল্ডিংকেই ক্যামোফ্লাজ করে ফেলব, দেখি এরপর কী করে।

৭২ পঠিত ... ১৭:০৫, এপ্রিল ২৮, ২০২৫

Top