চালু হতে যাচ্ছে Institute of freedom of speech, ফ্যাকাল্টি হিসেবে থাকবেন যারা

১৪৮ পঠিত ... ১৬:৫০, জানুয়ারি ২২, ২০২৫

16

বাকস্বাধীনতা এক অদ্ভুত মিথের নাম, এই মিথকেই বাস্তবতায় রূপ দিতে চালু হতে যাচ্ছে—Institute of Freedom of Speech। মজার ব্যাপার হলো, এর ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন এমন সব মহান নেতারা, যারা বাকস্বাধীনতায় বিশ্বাসী তবে সেটা শুধু নিজের।

শেখ হাসিনা, কিম জং উন, ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে বাসার আল আসাদের মধ্যে বাঘা বাঘা সব বাকস্বাধীনতা এক্সপার্ট থাকবেন এই Institute-এর শিক্ষক হিসেবে।  এমনকি ভারতের নরেন্দ্র মোদিও এই ইনস্টিটিউটের খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেবেন। এক কথায়, একই  ছাদের নিচে বিশ্বব্যাপী সেন্সরশিপ ও অটোক্রেসির সব বড় তারকা।

এই ইনস্টিটিউটের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শেখানো, কীভাবে স্বাধীন মতপ্রকাশকে কৌশলে দমন করা যায়, এবং সেটা করতে গিয়ে জনগণকে বুঝিয়ে দেওয়া যায় যে, সবই তাদের ভালোর জন্য করা হচ্ছে।

শেখ হাসিনা এখানে দায়িত্ব নিয়েছেন ‘চেতনা স্টাডিজ’ বিভাগের। চেতনার আফিম খাইয়ে জনগণকে ভুলিয়ে রাখার কৌশল শেখাবেন তিনি। কিম জং উন শেখাবেন ‘একদলীয় সরকারের গণতন্ত্র চর্চা’। পুতিন এবং আসাদ পড়াবেন ‘বিকল্প মতামতকে রাষ্ট্রদ্রোহ হিসেবে ঘোষণা করার কৌশল।‘ এছাড়া বিশেষ একটি কোর্স ‘মিডিয়া হাইজ্যাকিং ও প্রোপাগান্ডা তৈরি’ পড়াতে মাঝেমধ্যে এখানে থাকবেন ভারতের নরেন্দ্র মোদি।

ইনস্টিটিউটের ফাউন্ডাররা আশা করছেন আগামী কয়েক দশকে এখান থেকে বের হওয়া গ্র্যাজুয়েটরা বিশ্বব্যাপী বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সক্ষম হবেন। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইনস্টিটিউটটিতে এনরোলের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট। Post delete koren nahole sommsa hobe এই কুপনটি ব্যবহার করলেই ৫০% স্কলারশিপ দেওয়া হবে তাদের।

১৪৮ পঠিত ... ১৬:৫০, জানুয়ারি ২২, ২০২৫

Top