পৃথিবীর সবচেয়ে মজার জোক

৮৮৪৪ পঠিত ... ১৭:০৫, নভেম্বর ১৩, ২০১৯

পৃথিবীর সবচেয়ে মজার জোক কোনটা?

অন্তত বেশিরভাগ লোক কোন জোকটারে সবচেয়ে বেশি ফানি মনে করে, এমন ভাবনা কি আপনার মাথায় কখনও আসছে?

অলংকরণ: শফিক হীরা

সবচে বেশি রেটিং পাওয়া এই জোকটা সাবমিট করছেন ম্যানচেস্টারের ৩১ বছর বয়সী (এখন তার বয়স  ৪৮ বছর) সাইকিয়াট্রিস্ট গুরপাল গোসাল।  

বিশেষ করে জরিপে প্রথম স্থান লাভ করা এই জোকটা তার নিজের কাছে খুব মজার মনে হয় কিনা জানতে চাওয়া হইলে ওয়াইজম্যান বলেন:

‘আমার মনে হয় পৃথিবীর সবচে মজার জোকটা খুব একটা মজার না। এইটা ভয়াবহ। সম্ভবত, সবচেয়ে মজার না, বরং পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ, বৈশিষ্ট্যহীন, এবং বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য জোকটা আমরা খুঁজে পেয়েছি।    

রিচার্ড ওয়াইজম্যানের মতে, জোকটা উল্লেখযোগ্য কারণ ভিন্ন ভিন্ন দেশের ও সংস্কৃতির নারী-পুরুষ এবং বুড়ো-খোকা সবার কাছেই জোকটা মজার লেগেছে।  সাবমিট করা অনেক জোক নির্দিষ্ট গ্রুপের লোকের কাছ থেকে অনেক বেশি রেটিং পাইছে, কিন্তু এই জোকটার গ্রহণযোগ্যতা ছিলো পুরা বিশ্বজুড়ে।

৮৮৪৪ পঠিত ... ১৭:০৫, নভেম্বর ১৩, ২০১৯

আরও eআরকি

পাঠকের মন্তব্য

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top