ছাত্রলীগ আরও যেসব সুবিধা চাইতে পারে

২৭৮ পঠিত ... ১৮:০১, সেপ্টেম্বর ২৪, ২০২৩

Chatrolig-subidha

ছাত্রলীগ আরও যা যা চাইতে পারে  

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অর্থমন্ত্রী এসেছেন মতবিনিময় সভা করতে। সেই সুযোগটি নষ্ট না করে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা মন্ত্রীকে কাছে পেয়ে এক অদ্ভুত আবদার করে বসলেন। পুলিশের বাধা এড়িয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের নিবন্ধন ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চলাচলের ব্যবস্থা করতে হবে! ছাত্রলীগ বলে কথা, এমন আবদার তো তারা করতেই পারেন। আসুন দেখে নেওয়া যাক, আবদারের সুরে ছাত্রলীগ আরও কী কী চাইতে পারে...

 

# গণরুম/গেস্টরুম কালচারের সার্টিফাইড স্বীকৃতি

বিশ্ববিদ্যালয়ে নতুনদের একটু 'ব্যবহারিক শিক্ষা' দিতে গণরুম বা গেস্টরুমের যে ঐতিহ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিরাজমান, সেই ঐতিহ্যকে এবার সরকারিভাবে স্বীকৃতি দেওয়ার আবদার করতেই পারে ছাত্রলীগ। যুগ যুগ ধরে চলে আসা এই ঐতিহ্য এতদিনেও যেহেতু বন্ধ হয়নি, তাই এবার সময় এসেছে গেস্টরুম কালচারকে সার্টিফাইডভাবে স্বীকৃতি দেওয়ার।

 

# হেলমেট ও ক্রিকেট স্ট্যাম্পকে বাংলাদেশের জাতীয় পোশাক হিসেবে ঘোষণা করা

বাইক ছাড়া হেলমেট আর মাঠ ছাড়া ক্রিকেট স্ট্যাম্প নিয়ে কাউকে ঘুরতে দেখলে তারা কারা সেটা বুঝতে নিশ্চয়ই আপনার দেরি হয় না? ছাত্রলীগের এমন অসাধারণ ফ্যাশন সেন্স তারা ছড়িয়ে দিতে পারে সকলের মাঝে। 

 

# বিসিএস দেওয়া ছাড়াই বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ দেওয়া

দেশের জন্য ছাত্রজীবনের সর্বস্ব যারা দিয়ে দিচ্ছে তাদের জন্য সরকার আগে থেকেই চাকরির আসন খালি না রাখলে কেমন দেখায় বলুন? তাই ছাত্রলীগ তাদের চাকরির 'অধিকারও' আদায় করে নিতে পারে আবদার করে।

 

# পাসপোর্ট/ভিসার কাগজপত্রের ঝামেলা ছাড়াই সকল দেশ ভ্রমণ

দুইদিন ব্যাপী পাসপোর্টের লাইনে দাঁড়িয়ে থেকে, গরমে হাসফাঁস করে কেন ছাত্রলীগের সোনার ছেলেরা 'কাগুজে' ঝামেলায় যাবে। তাদের জন্য কাগজ-পত্রের ঝামেলা ছাড়াই থাকতে পারে বিশ্বভ্রমণের সুব্যবস্থা।

 

# অ্যাডমিশন টেস্ট ছাড়াই সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স

বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে তো তারা ছাত্রজীবনটা উৎসর্গ করবে ছাত্রলীগের পেছনেই। তাই তাদের কী আর অ্যাডমিশন টেস্ট দেওয়া মানায়? এইচএসসি পাশ করুক কিংবা না করুক, সকল ছাত্রলীগের সুনিশ্চিত সরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন সুনিশ্চিত হওয়াই শ্রেয়।

 

# টোল দেওয়া ছাড়া পদ্মা ব্রিজ পার হওয়া

কাগজপত্র ছাড়া বাইক চালানোর আবদার যখন করতে পারলো, তখন সেই বাইক নিয়ে পদ্মা ব্রিজ পার হওয়ার টোলের খরচটাও মাফ করার আবদার তারা করতেই পারে। 

 

# রাস্তায় বের হলে তাদের গাড়ি আর বাইকের জন্য ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা

ছাত্রলীগ রাস্তায় নামলেই অফিশিয়ালভাবে রাস্তা খালি করে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তারা কি মন্ত্রী-মিনিস্টার থেকে কম কিছু নাকি? এখন না হলেও ভবিষ্যতে তো অবশ্যই হবে। এছাড়াও রাস্তায় নামলে সবাইকে সরিয়ে দিয়ে, সজোরে হর্ন দিতে দিতে, রাজার হালে, উড়াধুরা বাইক চালিয়ে যেতে নিশ্চয়ই তাদেরও কষ্ট হয়।

২৭৮ পঠিত ... ১৮:০১, সেপ্টেম্বর ২৪, ২০২৩

Top