নিজের মধ্যে যে লক্ষণগুলো দেখা গেলে বুঝবেন এখন মাসের শেষ ১০ দিন

৫৮৫ পঠিত ... ১৩:৫২, মে ২০, ২০২৩

নিজের-মধ্যে

সাধারণত মাসের শেষ ১০ দিন খুঁজে বের করার জন্য ক্যালেন্ডার দেখতে হয় না। মানুষের মাঝে মাঝে মাসের শেষ ১০ দিনের কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়। এই লক্ষণগুলো দেখলেই বুঝা যাবে, এখন মাসের শেষ ১০দিন চলছে।

১# থালা হাতে ফকির দেখলে মনে হবে—আরে, এটা তো আমারই কলিগ। ইচ্ছে করবে, তার সাথে গিয়ে একটু দাঁড়াতে।

২# পূর্ণিমার চাঁদ দেখলে আপনার কাছে ঝলসানো রুটি মনে হবে। মাসের ২০ তারিখে এজন্য পূর্ণিমার চাঁদ না দেখাই ভালো।

৩# বন্ধুদের ফোন দিলে দেখবেন কেউই ফোন ধরছে না। এমনকি ব্যাকও করছে না।

৪# এই সময়ে বেশি বেশি ক্ষুধা লাগবে। রাস্তায় কোনো কিছু দেখলেই ইচ্ছে করবে, একটু খাই। এরপর নিজেকে বাইরের খাবার খেতে হয় না বলে সান্ত্বনা দেবেন।

৫# বন্ধুরা হ্যাংআউটের জন্য ডাকলে সেই ডাকে আপনি ভেতর থেকে কোনো সাড়া পাবেন না। সাড়া পেলেও আপনার একটাই কথা থাকবে, আমাকে ধরবেন না, টাকার হিসেবে। 

৬# নিজেকে হুট করে মিনিমালিজম জীবনধারায় বিশ্বাসী বলে ঘোষণা করতে ইচ্ছে করবে।

৭# আপনার পকেট আগের মতো আর ফুলা থাকবে না। এমনকি আশেপাশের মানুষজনের পকেটও বেশ লাইট ও চিমসে হয়ে থাকবে।

৮# আপনি অনেকের কাছে ফোন করে বিকাশে টাকা চাইবেন, তার দ্বিগুন পরিমাণ মানুষ আপনাকে ফোন দিয়ে বিকাশে টাকা চাইবে।

৯# মাসের এই কয়দিন সাধারণত আপনার বিকাশ অ্যাপে ঢুকতে ইচ্ছে করবে না। এমনকি ব্যাংকের মেসেজও দেখতে ইচ্ছে করবে না।  

৫৮৫ পঠিত ... ১৩:৫২, মে ২০, ২০২৩

Top