এডমিশনের আগে আপনার আশেপাশের এসএসসি পাশ ভাইবোনদের যে কানপড়াগুলো অবশ্যই দেবেন

৬৬৬ পঠিত ... ১৫:৩৫, ডিসেম্বর ০৩, ২০২২

Admission

এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে, এবার এডমিশনের পালা। এডমিশনের এই সময়ে আপনার পরামর্শই হতে পারে ওদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়া পরামর্শ। আসুন দেখে নেই কী পরামর্শ দেবেন না, থুক্কু! দেবেন।

১#

সাইন্স নিবা কিন্তু তুমি। সাইন্স অনেক ইজি, যারা পারে না ওরাই কঠিন কঠিন বলে।

২#

ইন্টারের পাশাপাশি লাইফের একটা গোল সেট করে আইএলটিএস করে নাও। কানাডা যাবা না?

৩#

আরেহ, কলেজে উঠলে খালি চিল আর চিল। ক্লাস করতে হয় না, সারাদিন ঘুরে বেড়াবা।

৪#

এই যে ভাইয়া কলেজে উঠলা না, এখন দেখবা চারপাশে শুধু প্রেম আর প্রেম।

৫#

এখন তো দূরে দূরে ট্যুর দিতে পারবা কেউ কিছু বলবে না। কলেজ থেকে কত জায়গায় ট্যুরে নিয়ে যাবে শুধু দেখবা।

৬#

কলেজে উঠছো এখন হোস্টেলে থাকতে পারবা। হোস্টেলে থাকলে জীবনে কোনো প্যারা থাকে না। বন্ধুদের নিয়ে খালি ঘুরাঘুরি করবা।

৭#

এক্সাম নিয়ে আর প্যারা খেতে হবে না। দুই একটা সাবজেক্টে ফেইল করলেও সমস্যা নাই কারণ, কলেজ লাইফে সবাই দুই একবার ফেইল করে।

৮#

কলেজে উঠে এসব অ্যাসাইনমেন্ট ফ্যাসাইনমেন্ট করা লাগে না। স্কুলে যা করার করছো এখন আর কিচ্ছু করা লাগবে না।

৯#

কত সিনিয়রদের সাথে দেখবা কথা হচ্ছে। ভালো সম্পর্ক হচ্ছে। আগে ব্যাচমেটই পটাইতে পারতা না, এখন সিনিয়রও পটাতে পারবা।

৬৬৬ পঠিত ... ১৫:৩৫, ডিসেম্বর ০৩, ২০২২

Top